Physics Wallah আসন্ন শিক্ষাবর্ষে অফলাইন শিক্ষার জন্য ১৬০ কোটি বৃত্তি প্রদান করছে

ভারতের নেতৃস্থানীয় এড-টেক প্ল্যাটফর্ম Physics Wallah / PW ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আসন্ন শিক্ষাবর্ষে বৃত্তি মূলক পরীক্ষা  SAT-এর দ্বিতীয় সংস্করণ চালু করার কথা ঘোষণা করেছে। PW –র লক্ষ হল বৃত্তি প্রদানের মাধ্যমে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থী সহ ড্রপারদেরও JEE/NEET পরীক্ষার জন্য বিদ্যাপীঠকেন্দ্রের অভিজ্ঞ টিচিং স্টাফেদের দ্বারা উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করা। 

প্রত্যেক শিক্ষার্থীর কাছে স্বল্প খরচে উন্নতমানের অফলাইন শিক্ষা  প্রদানের উদ্দেশ্যে আসন্ন শিক্ষাবর্ষে ১৬০কোটি টাকার বৃত্তি প্রদানের পরিকল্পনা নিয়েছে PW। শিক্ষার্থীরা PW অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পরীক্ষা দিতে পারবেন।  এছাড়া নিকটস্থ বিদ্যাপীঠ কেন্দ্র থেকে অফলাইনেও তারা এই  SAT পরীক্ষা দিতে পারবেন।

ইতিমধ্যেই বর্তমান শিক্ষাবর্ষে ১০০ কোটি টাকার বেশি বৃত্তি প্রদান করেছে PW। চলতি বছরের এপ্রিল পর্যন্ত প্রায় ১০০,০০০-এর বেশি শিক্ষার্থী SAT-এর জন্য তাঁদের নাম  রেজিস্টার করেছে। উল্লেখ্য, PW SAT বর্তমান সময় পর্যন্ত প্রায় ৪০,০০০-এরও বেশি ছাত্র-ছাত্রীদের ক্ষমতায়ন করেছে।

By Business Bureau

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *