অসম রাজ্য সরকারের সাথে পার্টনারশিপে পিরামল ফাউন্ডেশন এক কোটিরও বেশি মানুষের জীবনকে স্পর্শ করেছে। এই লক্ষে পৌঁছতে ৭৫০ টিরও বেশি পিরামল ফাউন্ডেশন কর্মী রাজ্য সরকারের সাথে কাজ করেছেন। গুয়াহাটিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে এক বৈঠকে মুখ্যমন্ত্রীকে এব্যাপারে অবহিত করেন পিরামল গ্রুপের চেয়ারম্যান অজয় পিরামল। উল্লেখ্য, কোভিড মহামারী চলাকালীন পিরামল ফাউন্ডেশনের কাজ ও অসমের বেশি সংখ্যক মানুষের জীবন স্পর্শ করার প্রচেষ্টার কথা স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
বিগত ১২ বছরের প্রচেষ্টার ফলে ১,০০০টি ডেমো-স্কুলকে সামগ্রিক শিক্ষার প্রতিলিপিযোগ্য মডেল হিসেবে শক্তিশালী করা সহ দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছে। যা ৬০,০০০-এর বেশি শিক্ষার্থীকে প্রভাবিত করেছে। এছাড়া নিরাময়া, হেলথ কেয়ার রেকর্ডস প্রোগ্রামে ১ লাখেরও বেশি সুবিধাভোগীর তথ্য নিবন্ধিত হয়েছে এবং আশা সংযোগ ক্যাম্পেইন সফলভাবে ৮টি জেলা জুড়ে যক্ষ্মা রোগের জন্য ৪.৫ লাখ লোকের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে।
পিরামল গ্রুপের চেয়ারম্যান অজয় পিরামল বলেন, রাজ্যে স্বাস্থ্য, শিক্ষা এবং ডিজিটালাইজেশনে সামগ্রিক উন্নয়ন আনতে পিরামল ফাউন্ডেশনের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা মুখ্যমন্ত্রী এবং আসাম সরকারকে ধন্যবাদ জানাই।