পিএনবি’র ২০তম এজিএম

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (পিএনবি) ২০তম অ্যানুয়াল জেনারেল মিটিং (এজিএম) অনুষ্ঠিত হল। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এই এজিএম-এ শারীরিকভাবে কোনও শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন না।

প্যাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ২০তম অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে এমডি ও সিইও শ্রী সিএইচ এস এস মল্লিকার্জুনা রাও ২০২০-২১ অর্থবর্ষে ব্যাংকের পারফর্ম্যান্স ও নানাবিধ উদ্যোগ গ্রহণ বিষয়ে শেয়ারহোল্ডারদের অবহিত করেন। তিনি বলেন, কোভিড-১৯ প্যানডেমিক সত্ত্বেও ব্যাংকের তরফে সাফল্যের সঙ্গে পিনবি’র সঙ্গে ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স ও ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার সংযুক্তিকরণ সম্পাদিত হয়েছে। প্রতিকূল পরিস্থিতিতেও ব্যাংকের বৃদ্ধির ধারা অব্যাহত থেকেছে এবং আরও শক্তিশালী সাংগঠনিক কাঠামো গঠন, স্ট্রং ব্যালান্স শীট, স্থায়ী লাভ অর্জন ও স্টেবল ক্যাপিটাল পোজিশন পাওয়া সম্ভব হয়েছে। রেকর্ড টাইমে তিনটি ব্যাংকের বিজনেস, হিউম্যান রিসোর্স ও ইনফর্মেশন টেকনোলজির সংহতিকরণ সম্পন্ন হয়েছে।

অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রীসঞ্জয় কুমার, শ্রীবিজয় দুবে ও শ্রীস্বরূপ কুমার সাহা এবং শেয়ারহোল্ডার ডিরেক্টর ড. আশা ভান্ডারকর ও শ্রীগৌতম গুহ।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *