রাজনীতিতে আসতে চলেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা

তাকে চেনে গোটা বিশ্বের মানুষ। তিনি বিশ্ব বিখ্যাত অভিনেতা। এবার চিনা রাজনীতিতে বড় চমক দিলেন তিনি। রাজনৈতিক জগতে পা রাখতে চলেছেন হলিউড অভিনেতা জ্যাকি চ্যান। কমিউনিস্ট পার্টিতে যোগদানের ইচ্ছাপ্রকাশ করলেন অভিনেতা তথা প্রখ্যাত মার্শাল আর্টিস্ট জ্যাকি চ্যান। হংকং ভিত্তিক হলিউড অ্যাকশন মুভি তারকা জ্যাকি চ্যান, যিনি এর আগে প্রাক্তন ব্রিটিশ উপনিবেশে গণতন্ত্রপন্থী বিক্ষোভের বিরুদ্ধে চিনের কঠোর পদক্ষেপকে সমর্থন করার জন্য সমালোচিত হয়েছিলেন। তিনি ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অফ চিনে (সিপিসি) যোগ দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, বিগত ২০১৩ সাল থেকে জ্যাকি চ্যান নিজেকে কমিউনিস্টপন্থী বলে ঘোষণা করেছেন। কমিউনিস্ট পার্টির মনোনীত উপদেষ্টা সংস্থা, চিনা পিপলস পলিটিকাল কনসালটিভ কনফারেন্স-র সদস্য হলেও সক্রিয় রাজনীতিতে অংশ নেননি। সবে সবে শতবর্ষে পা রেখেছে চিনা কমিউনিস্ট পার্টি। দেশজুড়ে চলছে উৎসব। এই উৎসবের আবহেই পার্টিতে যোগদানের ইচ্ছাপ্রকাশ করলেন জ্যাকি চ্যান।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *