‘জন অরণ্য’ ছবিতে প্রদীপ মুখোপাধ্যায় আজও গেঁথে আছে দর্শক মনে

২২ অগস্ট থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। রক্তে বিষক্রিয়ার পরিমাণ বেড়েছিল, সঠিকভাবে কাজ করছিল না ফুসফুস। সোমবার প্রয়াত হলেন এই অভিনেতা। ভর্তি ছিলেন গোরাবাজার মিউনিসিপ্যালিটি হাসপাতালের উপরের বেসরকারি হাসপাতালে। সেখানেই আজ, সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে প্রয়াত হন। ৭৬ বছর বয়সী এই অভিনেতা। পরপর দু’বার করোনায় আক্রান্ত হয়েছিলেন এই অভিনেতা। এই বছরের শুরুতেই দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছিলেন প্রদীপ মুখোপাধ্যায় আর তারপর থেকেই শয্যাশায়ী ছিলেন। পরিচালক নির্মল চক্রবর্তীর ছবি ‘দত্তা’র শ্যুটিং করছিলেন প্রদীপ মুখোপাধ্যায়। শ্যুটিং শেষও করেছিলেন কিন্তু বাকি থেকে গেছে ডাবিং পর্ব। তার পরেই অসুস্থ হয়ে পড়েন প্রথমে তাঁকে ভর্তি করা হয় নাগেরবাজারের এক বেসরকারি হাসপাতালে। সেখান থেকে পরে তাঁকে ভর্তি করানো হয় দমদম ক্যান্টনমেন্টের মিউনিসিপ্যাল হাসপাতালের বেসরকারি বিভাগে। সেখানেই ভেন্টিলেশনে রাখা হয়েছিল।

সত্যজিৎ রায় থেকে বুদ্ধদেব দাশগুপ্ত, অপর্ণা সেন থেকে ঋতুপর্ণ ঘোষ– অনেকের ছবিতেই অভিনয় করেছেন প্রদীপ মুখোপাধ্যায়। ‘জন অরণ্য’ ছবিতে সোমনাথের চরিত্রে নজর কেড়েছিলেন তিনি। ‘জন অরণ্য’ ছবিতে তাঁর কাজ ভোলার মতো না। ‘অশ্লীলতার দায়ে’, ‘সতী’, ‘পুরুষত্তোম’, ‘হিরের আংটি’, ‘বাক্স রহস্য’, ‘কালরাত্রি’, ‘দহন’, ‘উৎসব’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’-তাঁর কেরিয়ারের উল্লেখযোগ্য ছবি। শেষ প্রদীপবাবুকে দেখা গিয়েছিল ‘ড্রাকুলা স্যার’ ছবিতে। পরিচালক নির্মল চক্রবর্তীর সিনেমা ‘দত্তা’তে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে।

 পুত্র-কন্যা দু’জনেই থাকেন দুবাইয়ে। মেয়ে অবশ্য রবিবারই সকালে কলকাতায় এসেছেন। তাঁর মৃত্যুতে কলকাতার অভিনয় জগতের অপূরণীয় ক্ষতি হল। সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘জন অরণ্য’ ছবিতে সোমনাথের চরিত্রে তাঁর দুর্দান্ত অভিনয় আজও কেউ ভুলতে পারেনি।অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায় আজও গেঁথে আছে দর্শক মনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *