সুরিনাম ও সার্বিয়ায় প্রথম রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। ৪ থেকে ৬ জুন রাষ্ট্রপতির সুরিনাম সফরকালে দ্বিপাক্ষিক আলোচনা ও অন্যান্য কর্মসূচি থাকবে। তিনি ৫ জুন সুরিনামে ভারতীয়দের আগমনের ১৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ নেবেন।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সুরিনাম প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট চন্দ্রিকাপ্রসাদ সান্তোখির আমন্ত্রণে রাষ্ট্রপতি ৪ থেকে ৬ জুন সুরিনামের পারামারিবো সফর করবেন এবং রাষ্ট্রপতি সান্তোখির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।
এছাড়াও, সুরিনামে তাঁর প্রথম সফরে রাষ্ট্রপতি সেদেশের ভারতীয় সম্প্রদায় ও প্রবাসীদের সাথে মতবিনিময় করবেন। তিনি ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ স্থানগুলিও পরিদর্শন করবেন।এর আগে, এবছরের জানুয়ারিতে রাষ্ট্রপতি চন্দ্রিকাপ্রসাদ সান্তোখি সপ্তাহব্যাপী ভারত সফরে এসেছিলেন, যেখানে তিনি প্রবাসী ভারতীয় দিবস (পিবিডি) উপলক্ষে আয়োজিত কনভেনশনে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু’র এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার দিকে আরেকটি পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে রাষ্ট্রপতি সান্তোখির ভারত সফরের পর ভারতের রাষ্ট্রপতির সুরিনাম সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করে তুলবে বলে আশা করা হচ্ছে।
দেশের মধ্যে যে চমৎকার সম্পর্ক রয়েছে, তার পরিপ্রেক্ষিতে সুরিনাম ভারতের জি-২০ প্রেসিডেন্সির প্রতি উচ্চ আশা পোষণ করে। জানুয়ারিতে ভারত সফরকালে রাষ্ট্রপতি সান্তোখি বলেছিলেন, ভারত জি-২০’র নেতৃত্ব গ্রহণ করেছে। বর্তমান বিশ্বে এমন নেতৃত্ব প্রয়োজন যা শান্তির নতুন বাতাবরণ সৃষ্টি করতে পারে ও সংহতির প্রয়োজন বুঝতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটাই প্রকাশ করছেন।ভারতের রাষ্ট্রপ্রধানের প্রথম সফর হিসেবে রাষ্ট্রপতি মুর্মু ৭ থেকে ৯ জুন সার্বিয়া সফর করবেন। সেখানে তিনি রাষ্ট্রপতি আলেক্সান্ডার ভুচিচের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রী আনা ব্রনাবিক ও জাতীয় পরিষদের স্পিকার ভ্লাদিমির অরলিচের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। সার্বিয়ায় ভারতের রাষ্ট্রপতি একটি বাণিজ্য বিষয়ক অনুষ্ঠানে ভাষণ দেবেন এবং ভারতীয় সম্প্রদায় ও ভারত-বন্ধুদের সঙ্গে মতবিনিময় করবেন।