১২ই ডিসেম্বর থেকে প্রধানমন্ত্রী জাতীয় শিক্ষানবিশ মেলা শুরু

নরেন্দ্র মোদীর স্কিল ইন্ডিয়া মিশনের অধীনে ভারতীয় যুবকদের ক্যারিয়ারে গড়ে তুলতে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের (এমএসডিই) তরফ থেকে প্রধানমন্ত্রী জাতীয় শিক্ষানবিশ মেলা (পিএমএনএএম) আয়োজন করবে। ১২ ডিসেম্বর থেকে ২৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১৯৭টি স্থানে এই মেলা শুরু হবে।শিক্ষানবিশ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় যুবকদের ক্যারিয়ার তৈরি করতে যেমন তাঁদের মেলায় আমন্ত্রণ জানানো হয়েছে। ঠিক তেমনি কিছু স্থানীয় ব্যবসায়ীকেও মেলায় আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরের বিভিন্ন কোম্পানিও অংশগ্রহণ করবে।যে প্রার্থীরা ক্লাস ৫ থেকে ১২ শ্রেণী পাস করেছেন এবং দক্ষতা প্রশিক্ষণ বা  আইটিআই ডিপ্লোমার শংসাপত্র রয়েছে তারা এই শিক্ষানবিশ মেলায় চাকরির জন্য আবেদন করতে পারবেন।

অংশগ্রহণকারী কোম্পানিগুলি একটি একক প্ল্যাটফর্মে সম্ভাব্য শিক্ষানবিশদের সাথে দেখা করার এবং ঘটনাস্থলেই তারা আবেদনকারীদের বেছে নেবেন তাঁদের কোম্পানিতে কাজের জন্য দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের সচিব অতুল কুমার তিওয়ারি বলেন,  আমাদের লক্ষ হল কোম্পানিগুলিকে আরও শিক্ষানবিশ নিয়োগের জন্য উৎসাহিত করা।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *