মুম্বইতে নিজের বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় পরিচালক রাজকুমার কোহলির। ‘বিগ বস্’-এর ঘরের প্রাক্তন প্রতিযোগী ছিলেন তার ছেলে আরমান কোহলি। জানা গিয়েছে শুক্রবার সকালে বাথরুমে স্নান করতে গিয়ে অনেকটা সময় পেরিয়ে যান।তারপর তার পুত্র আরমান বাথরুমের দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দেখে তার বাবা রাজকুমার কোহলির নিথর দেহ মেঝেতে পরে আছে।
এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। শুক্রবার সন্ধ্যায় শেষকৃত্য সম্পন্ন হবে পরিচালকের। ১৯৬৩ সালে মুম্বইতে ফিল্মি দুনিয়ায় প্রথম অভিষেক করেন রাজকুমার কোহলি। ‘ডুল্লা ভাট্টি’ তাঁর প্রথম ছবি এবং সেই ছবি তেই তিনি সকলের নজর কাড়েন।
এছাড়াও একে একে ‘নাগিন’, ‘জানি দুশমন’, ‘বদলে কি আগ’, ‘নওকার বিবি কা’, ‘পতি পত্নি অউর তাওয়াইফ’ –এর মত ছবি তিনি তৈরি করেন। তার পর তার ছেলে আরমানকেও অভিনয়ে জগতে নিয়ে আসেন তিনি। প্রসঙ্গত পরিচালকের মৃত্যুতে শোকাহত গোটা বলিউড।