১৬ জুন মুক্তি পেতে যাচ্ছে প্রভাসের ছবি ‘আদিপুরুষ’। এ নিয়ে ছবির সঙ্গে জড়িতদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। রণবীর কাপুর ‘আদিপুরুষ’ ছবির জন্য 10,000 টি টিকিট বুকিং করে শিরোনাম হয়েছেন।
সিনেমা-বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ এক টুইট বার্তায় বলেছেন যে রণবীর কাপুর দরিদ্র শিশুদের ‘আদিপুরুষ’ দেখাতে চান। এজন্য ১০ হাজার টিকিট বুক করেছেন তিনি!
এর আগে আদিপুরুষের প্রযোজক অভিষেক আগরওয়ালও বিনামূল্যে 10,000 অগ্রিম টিকিট দেওয়ার ঘোষণা করেছিলেন। তিনি জানান যে ‘আদিপুরুষ’-এর দশ হাজার টিকিট তেলেঙ্গানা জুড়ে বিনামূল্যে বিতরণ করা হবে। তিনি বলেন, এতিমখানা ও বৃদ্ধাশ্রমে এসব টিকিট বিতরণ করা হবে।
ধর্মীয় বিশ্বাস থেকে বেরিয়ে ‘আদিপুরুষ’ প্রচারের জন্য এই বিশেষ উদ্যোগ নিয়েছেন নির্মাতা। তেলেঙ্গানার এতিমখানা, সরকারি স্কুলের ছাত্রছাত্রী এবং বৃদ্ধাশ্রম বিনামূল্যে ‘আদিপুরুষ’ টিকিট পাবে। বুধবার টুইটারে এই উদ্যোগের কথা ঘোষণা করেন নির্মাতা।
পরিচালক ওম রাউতের বিগ বাজেটের সিনেমা ‘আদিপুরুষ’। এতে রাম চরিত্রে অভিনয় করেছেন প্রভাস এবং সীতার ভূমিকায় অভিনয় করেছেন কৃতি। এই সিনেমার আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র রাবণ। এই চরিত্রে দেখা যাবে সাইফ আলি খানকে। তবে প্রভাস-কৃতিকে সিনেমার প্রচারে দেখা গেলেও অনুপস্থিত সাইফ।
”আদিপুরুষ” একটি 450 কোটি বাজেটের ছবি যা হিন্দিতে শ্যুট করা হচ্ছে এবং তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ভাষায়ও মুক্তি পাবে।