ধর্ষণের অভিযোগ অভিনেতার বিরুদ্ধে

একের পর এক বিপদ বাড়ছে এজাজ খানের ওপর। সদ্য রিয়েলিটি শো অশ্লীলতা ছড়ানোর অভিযোগে বড়সড় বিপাকে পড়েছেন এজাজ। এজাজ সহ শোয়ের প্রযোজক এবং আরো কয়েকজনের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। আপাতত উল্লু প্ল্যাটফর্ম থেকে শোটি সরিয়ে দিয়ে সাময়িক রেহাই পেয়েছেন নির্মাতারা।

এর মাঝেই তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক অভিনেত্রী। এক অভিনেত্রীর অভিযোগ, সঞ্চালনার কাজ পাইয়ে দেওয়ার জন্য গত ২৫ শে মার্চ নাকি তাঁর বাড়িতে এসেছিলেন এজাজ। সেদিন নাকি তাঁকে প্রথম ধর্ষণ করেন অভিনেতা। বিয়ে করার প্রতিশ্রুতিও নাকি দিয়েছিলেন অভিনেত্রীকে।

ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৬৪, ৬৪ (২ এম), ৬৯ এবং ৭৪ এর মতো ধর্ষণ সম্পর্কিত একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে এই বিতর্ক নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি এজাজ। ধর্ষণের অভিযোগ নিয়েও মুখে কুলুপ এঁটেছেন তিনি।

By Arpita Debnath