রেকিটের এনডিটিভি ডেটল বনেগা স্বস্থ্‌ ইন্ডিয়া

রেকিট ও এনডিটিভি’র ফ্ল্যাগশিপ ক্যাম্পেন ‘এনডিটিভি ডেটল বনেগা স্বস্থ্‌ ইন্ডিয়া’ তাদের অভিযান ‘স্বস্থ্‌ ভারত’ থেকে ‘সম্পন্ন ভারত’ পর্যন্ত প্রসারের কথা ঘোষণা করল। মুম্বইয়ে আয়োজিত এক মেগা ইভেন্টে উপস্থিত ছিলেন রেকিটের গ্লোবাল সিইও লক্ষ্ণণ নরসিংহন, বিএসআই-এর ক্যাম্পেন অ্যাম্বাসাডর অমিতাভ বচ্চন ও অনেক বিশিষ্ট ব্যক্তি। তারা এই ইভেন্টের থিম ‘ওয়ান হেলথ, ওয়ান প্ল্যানেট, ওয়ান ফিউচার’কে আরও এগিয়ে নিয়ে যেতে আহ্বান জানান।
বিএসআই জানিয়েছে, ২০২৬ সাল নাগাদ এই ক্যাম্পেনকে ত্রিগুণ করে ৪৭ মিলিয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এর উদ্দেশ্য, ডেটল হাইজিন কারিকুলাম প্রোগ্রামের মাধ্যমে দেশের ১০০ শতাংশ প্রাইমারি স্কুলে পৌঁছে যাওয়া।
এবছর এনডিটিভি ডেটল বনেগা স্বস্থ্‌ ইন্ডিয়া ক্যাম্পেন গত ৭৫ বছরে হেলথ, হাইজিন ও নিউট্রিশনের ক্ষেত্রে ভারতের অগ্রগতির তথ্য তুলে ধরেছে। ১২ ঘন্টার টেলিথনে ভারতের ও বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *