RLG-এর C2G-এর লক্ষ্য সম্প্রদায়কে সংবেদনশীল করা, শিক্ষিত করা এবং দক্ষতা বৃদ্ধি করা

আরএলজি সিস্টেমস ইন্ডিয়া ২০২২-২৩ অর্থবর্ষের জন্য তাদের সচেতনতা ও কালেকশন স্ট্রাটেজি ঘোষণা করেছে। এরই অঙ্গ হিসেবে তাদের ফ্ল্যাগশিপ ক্যাম্পেন ‘ক্লিন টু গ্রিন’-এর আওতায় আরম্ভ হচ্ছে ‘অ্যাওয়ারনেস অ্যান্ড কালেকশন ড্রাইভ’ প্রোগ্রাম।

‘মিনিস্ট্রি অব ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি’ ও ডিজিটাল ইন্ডিয়ার তত্ত্বাবধানে আরএলজি ক্লিন টু গ্রিন ক্যাম্পেনের লক্ষ্য হল ই-ওয়েস্ট সংক্রান্ত বিষয়ে ‘কি করা উচিত’ ও ‘কি করা উচিত নয়’ সে বিষয়ে সচেতন করার উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠান, কর্পোরেশন, বাল্ক কনজিউমার, রিটেলার, রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ডিলার ও ইনফর্মাল সেক্টরের সকলের কাছে পৌঁছে যাওয়া। এই ক্যাম্পেনের মাধ্যমে সংশ্লিষ্ট সকলের কাছে সচেতনতা ও ‘সেফ ইওয়েস্ট কালেকশন ও ডিসপোজাল’-এর বার্তা পৌঁছে দেওয়া হবে।

ইটানগরে ‘ক্লিন টু গ্রিন অন হুইলস’ ক্যাম্পেনের নির্ধারিত স্থান হল: কারগু গামজি সোসাইটি ও ডন্যিপোলো সোসাইটি (আরডব্লিুএ), ইটানগর (অরুণাচল প্রদেশ)।

By Business Bureau

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *