ভারতের ১১০টি শহরে আরএলজি’র ‘ক্লিন টু গ্রিন অন হুইলস’

দেশের ৪ মিলিয়ন নাগরিকের দরবারে পৌঁছনোর লক্ষ্য নিয়ে রিভার্স লজিস্টিক্স গ্রুপের (আরএলজি) অংশ আরএলজি সিস্টেমস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড তাদের ফ্ল্যাগশিপ ক্যাম্পেন ‘ক্লিন টু গ্রিন’-এর নতুন ভার্সন ‘ক্লিন টু গ্রিন অন হুইলস’ লঞ্চ করার কথা ঘোষণা করল। এই নতুন সচেতনতা ও সংগ্রহ কর্মসূচির আওতায় আসবে দেশের ১১০টি শহর ও ৩০০টি জনপদ। শিলিগুড়িতে যেসব এলাকা ক্লিন টু গ্রিন অন হুইলস ক্যাম্পেনের আওতাধীনে রয়েছে সেগুলি হল – ঘোষপুকুর, কালিম্পঙ, মাল্লাগুড়ি ও রংপো। এই উদ্যোগের অধীনে ৯টি কালেকশন ভেহিকেল শহর ও জনপদগুলিতে যাবে ও ৫৫০০এমটি ই-ওয়েস্ট সংগ্রহ করবে।একইসঙ্গে স্কুলের শিক্ষার্থী, কর্পোরেট সংস্থা, বাল্ক কনজিউমার, রিটেলার, রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনগুলির সদস্য, ইনফর্মাল সেক্টর ও হেলথকেয়ার ক্যাম্পগুলিতে সচেতনতামূলক কর্মসূচি সংগঠিত করা হবে।

দেশের উত্তরের নতুন দিল্লি ও জম্মু, পূর্বের কলকাতা, গুয়াহাটি ও রাঁচি, পশ্চিমের আহ্‌মেদাবাদ এবং দক্ষিণের ব্যাঙ্গালোর, চেন্নাই ও হায়দ্রাবাদে এই ক্যাম্পেন একযোগে আরম্ভ হবে। কালেকশন ভেহিকেলগুলি পরিকল্পনা অনুসারে চলবে ও গ্রাউন্ড টিমগুলি ই-ওয়েস্ট কালেকশনে সহযোগিতা করবে। সেইসঙ্গে ১১৪৫টি প্রোমোশনাল ও অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটি চালানো হবে সোস্যাল মিডিয়া, কিন টু গ্রিন পোর্টাল, রেডিয়ো, ক্লাসিফায়েড ও মিডিয়া রিলিজের মাধ্যমে।

আরএলজি সিস্টেমস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সঙ্গে যুক্ত মানুফ্যাকচারার বা ব্র্যান্ডগুলি হল: এইচপি, মাইক্রোসফট, এলজি, ওপ্পো, লেনেভো, পায়োনিয়ার, মোটোরোলা, ফুজিৎসু, সিমেন্স, হাইয়ার, ভিডিয়োজেট, ভাইরা, আইএফবি, হ্যাভেলস, লয়েড, এসএমটি, বারটেক, ভিডিয়োটেক্স, দাইওয়া, শিনকো, ইনফিনিক্স, সিটি ট্রেডিং, এআরইউ, ট্রোভো, ভিজন, অ্যালকেমি, টেকনো, আইটেল ও ওরাইমো। ‘ক্লিন টু গ্রিন অন হুইলস’ ক্যাম্পেনের মধ্য দিয়ে এদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করা হবে, যাতে ই-ওয়েস্টের সেফ ডিসপোজাল সম্ভবপর হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *