ভারতের ‘টপ শর্ট ভিডিয়ো কনটেন্ট ক্রিয়েটর’দের চিহ্নিত করার লক্ষ্য নিয়ে রোপোসো’র উদ্যোগে দেশজুড়ে অনুষ্ঠিত হল #মেডঅনরোপোসো ট্যালেন্ট হান্ট। গ্র্যান্ড ফিনালেতে পাঁচটি ক্যাটাগরিতে ১৮ জন ফাইনালিস্টের মধ্য থেকে ৫ জন বিজয়ীকে বেছে নেওয়া হয়েছে। ফিনালে অনুষ্ঠিত হয়েছে ‘ভার্চুয়ালি’ এবং ফাইনালিস্টরা নিজেদের বাড়ি থেকেই কনটেস্টে অংশগ্রহণ করেছিলেন। মুম্বইয়ে সিদ্ধার্থ কাননের উপস্থাপনায় আয়োজিত ফিনালেতে উপস্থিত ছিলেন এই শো’য়ের বিচারক ও মেন্টর – বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া, নামী কোরিয়োগ্রাফার ও ডিরেক্টর ফারাহ্ খান এবং টপ কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা।
#মেডঅনরোপোসো টাইটেল-জয়ী প্রত্যেক ফাইনালিস্ট ১ লক্ষ টাকা নগদ পুরস্কার ছাড়াও পেয়েছেন ‘ওয়ান্স ইন আ লাইফটাইম অপর্চুনিটি’ – তিনজন সেলিব্রিটি বিচারকের সঙ্গে কনটেন্ট নির্মাণের সুযোগ।
ভারতের অন্যতম অগ্রণী শর্ট ভিডিয়ো ট্যালেন্ট প্লাটফর্ম গ্ল্যান্স রোপোসো’র লঞ্চ্ করা #মেডঅনরোপোসো’র উদ্দেশ্য হল ‘অরিজিন্যাল শর্ট ভিডিয়ো কনটেন্টের’ ক্ষেত্রে দেশের ‘নেক্সট বিগ ক্রিয়েটর’ খুঁজে বের করা। দুইমাস-ব্যাপী এই ভার্চুয়াল ট্যালেন্ট হান্টে পাঁচটি ক্যাটাগরিতে ৩০,০০০-এরও বেশি এন্ট্রি এসেছিল। প্রসঙ্গত, গ্ল্যান্স রোপোসো প্লাটফর্মে ইউজারগণ ২৫টি বিভিন্ন ‘ইউজার-জেনারেটেড চ্যানেলে’ ১২টিরও বেশি ভারতীয় ভাষায় ভিডিয়ো কনটেন্ট উপভোগের সুযোগ পেয়ে থাকেন।