রয়্যাল স্ট্যাগ শোনাচ্ছে হর্ষবর্ধন জোশির কাহিনী

মহারাষ্ট্রের ভাসাইয়ের মাত্র ২৫ বছর বয়সী হর্শবর্ধন জোশি প্রথমবারের চেষ্টাতেই এভারেস্ট জয় করেছেন। সিগ্রাম’স রয়্যাল স্ট্যাগ মাউন্ট এভারেস্ট জয়ী সেই তরুণ পর্বতারোহী হর্ষবর্ধন জোশির প্রেরণাদায়ী কাহিনী তুলে ধরতে এগিয়ে এসেছে।

মাত্র ১৮ বছর বয়স থেকেই হর্ষবর্ধন পাহাড়ের প্রতি আকর্ষিত হন। পেশায় ইঞ্জিনিয়ার হর্ষবর্ধন তরুণতম ভারতীয় হিসেবে স্টক কাংরিতে (২০ হাজার ফুট) আরোহণ করেছিলেন ২০১৬ সালে। তারপর থেকে তিনি এভারেস্ট জয়ের স্বপ্ন পূরণের জন্য চেষ্টা চালাতে থাকেন এবং এজন্য বিগত ৬ মাস ধরে কঠোর পরিশ্রম করেছেন তিনি।

হর্ষবর্ধন জোশি বলেন, প্রথম প্রচেষ্টাতেই এভারেস্ট শৃঙ্গে পৌছানোর ব্যাপারে রয়্যাল স্ট্যাগ ছাড়া আর কোনও ভালো সঙ্গীর কথা তাঁর চিন্তাতেও আসেনা। এই দুর্গম যাত্রায় রয়্যাল স্ট্যাগের ‘মেক ইট লার্জ স্লোগান প্রকৃত প্রেরণা জুগিয়েছে। রয়্যাল স্ট্যাগের ‘মেক ইট লার্জ স্টোরিজ’ লঞ্চ্‌ প্রসঙ্গে পার্নড রিকার্ড ইন্ডিয়ার সিএমও কার্তিক মহিন্দ্রা বলেন, এক আইকনিক ব্র্যান্ড হিসেবে রয়্যাল স্ট্যাগ সবসময়েই মানুষকে স্বপ্ন দেখতে ও তা সফল করে তুলতে প্রেরণা জুগিয়ে এসেছে – ‘মেক ইট লার্জ ইন লাইফ’। এই আস্থার বাস্তবায়নের জন্য তারা হর্ষবর্ধন জোশির মাউন্ট এভারেস্ট জয়ের কাহিনী তুলে ধরছেন।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *