শিলিগুড়িতে নতুন স্টোর চালু করল রয়ালওক

ভারতের একনম্বর ফার্নিচার ব্র্যান্ড রয়ালওক (Royaloak) তাদের নতুন স্টোর চালু করল শিলিগুড়িতে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে রয়ালওকের সিগনেচার স্টোরের উদ্বোধন করেন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রয়ালওকের চেয়ারম্যান বিজয় সুব্রহ্মনিয়াম, এমডি মাথান সুব্রহ্মনিয়াম, ফ্র্যাঞ্চাইজি-ওনার অভিজিৎ ভৌমিক, বিশ্বনাথ ঘোষ ও শ্রীমতি মিতালি ঘোষ, রয়ালওকের ফ্রাঞ্চাইজি হেড কিরণ ছাবরিয়া ও প্রপার্টি ওনার কৈলাশচাঁদ আগরওয়াল।

নতুন স্টোর উদ্বোধন উপলক্ষে রয়ালওক ইনকর্পোরেট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান বিজয় সুব্রহ্মনিয়াম জানান, “আমাদের স্টোরটি একটি সুসজ্জিত ও অত্যাধুনিক স্টোর। এখানে বিভিন্ন দেশ থেকে আমদানি করা সবরকমের সুন্দর ফার্নিচার পাওয়া যাবে। এই স্টোরের কালেকশনে থাকছে লিভিং, ডাইনিং, হোম ডেকর, বেড, অফিস ও আউটডোর ফার্নিচারের বিশাল সম্ভার। আমাদের ইন্টারন্যাশনাল ফার্নিচারের এক্সক্লুসিভ রেঞ্জ শিলিগুড়ির বাসিন্দাদের লাইফস্টাইল আরও উন্নত করে তুলবে।”

উল্লেখ্য, রয়ালওক তাদের প্রোডাক্টসমূহের বিস্তৃত সম্ভারের জন্য সুপরিচিত। এগুলির মধ্যে রয়েছে সোফা, রিক্লাইনার্স, ডাইনিং, ম্যাট্রেস, বেড, ডেকর এবং অফিস ও আউটডোর ফার্নিচারের বিশাল সম্ভার। ফার্নিচারের রেঞ্জের মধ্যে আছে ‘ইন্টারন্যাশনাল কান্ট্রি কালেকশন’, যার অন্তর্ভুক্ত হয়েছে আমেরিকা, ইটালি, ভিয়েতনাম, তুর্কি, জার্মানি, ভারত ও মালয়েশিয়ার খুবই অভিনব ধরণের ও সেরা ফার্নিচার।

By Business Bureau

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *