২৫তম টিসিএস রুরাল আইটি কুইজের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এর উদ্যোক্তা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) ও কর্ণাটক সরকার। বেঙ্গালুরু টেক সামিট ২০২৪-এর অংশ হিসেবে এই কুইজটির আওতায় আসবে সিটি কর্পোরেশনের সীমানার মধ্যে থাকা স্কুলগুলি বাদে দেশের ছোট শহর ও জেলাগুলির অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। টিসিএস রুরাল আইটি কুইজে কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং-সহ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির প্রয়োগ এবং ব্যাংকিং, বিনোদন ও শিক্ষার মতো ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির প্রভাব অন্তর্ভুক্ত হয়েছে।
২০০০ সালে শুরু হওয়া টিসিএস রুরাল আইটি কুইজ প্রোগ্রামটি ২১ মিলিয়নেরও বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছেছে এবং লিমকা বুক অফ রেকর্ডস দ্বারা স্বীকৃত হয়েছে। টিসিএস রুরাল আইটি কুইজে আটটি আঞ্চলিক ফাইনাল অনুষ্ঠিত হবে।
বিজয়ীরা ২০২৪ সালের নভেম্বরে বেঙ্গালুরুতে জাতীয় ফাইনালে যাবে। আঞ্চলিক বিজয়ী ও রানার্স-আপ পাবেন গিফট ভাউচার এবং জাতীয় বিজয়ীদের টিসিএস বৃত্তি প্রদান করা হবে। রেজিস্ট্রেশন বন্ধ হবে চলতি বছরের ১ অক্টোবর।