প্রতিবছরের মতো এই বছরও ইদে সলমন খানের নতুন ছবি মুক্তি নিয়ে উত্তেজনার পারদ চড়েছিল অনুরাগীদের মধ্যে। কিন্তু প্রভুদেবা পরিচালিত ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ মুক্তি পেতেই সব উত্তেজনা উধাও হয়ে গেল। ছবি পছন্দ না হওয়ায় টাকা খরচ করে দেখতে রাজি হচ্ছেন না অনেকেই, ফলে নানা পাইরেটেড সাইট থেকে ডাউনলোড করেই ইচ্ছে হলে সিনেমাটি দেখে ফেলছেন ।
করোনার জেরে দেশজুরে পূর্ণ ও আংশিক লকডাউনের ফলে বন্ধ সমস্ত সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স। প্রথমবার ইদে সিনেমা হলে ছবি মুক্তি না হওয়ায় আগেই হল মালিকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন সলমন খান। সঙ্গে জানিয়েছিলেন কীভাবে বাড়ি বসেই জী-ফাইভ অ্যাপটিতে দেখা যাবে ছবিটি, যার জন্য ২৪৯ টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে হবে। অথবা গোটা পরিবার একসঙ্গে বসে টিভি স্ক্রিনে দেখার ইচ্ছে হলে জী প্লেক্সেও এই অর্থের বিনিময়ে ছবিটি দেখা যাবে। এত সস্তায় পুরো পরিবারকে ছবিটি দেখার সুযোগ করে দেওয়ার পরও বিভিন্ন পাইরেটেড সাইটগুলি বেআইনিভাবে ছবিটি চালাচ্ছে ফলে সলমনের ক্ষোভ।
সলমন সোশ্যাল মিডিয়ায় সলমন লিখেছেন, “আমরা অত্যন্ত স্বল্প খরচে রাধে দেখার সুযোগ করে দিয়েছিলাম। তা সত্ত্বেও পাইরেটেড সাইটগুলো বেআইনিভাবে ছবিটি ডাউনলোড করে দেখাচ্ছে। এটা অত্যন্ত বড় অপরাধ। প্রতিটি পাইরেটেড সাইটগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে সাইবার সেল। দয়া করে পাইরেসির ফাঁদে পা দেবেন না। নাহলে আপনাকেও বিপদে পড়তে হবে।”
— Salman Khan (@BeingSalmanKhan) May 15, 2021