সলমা খান, তিনি সেলিম খানের সহধর্মিণী এবং সলমন, আরবাজ ও সোহেল খানের মা। কিন্তু সত্যি কি তিনি জন্মসূত্রে মুসলিম ছিলেন? নাকি অন্য কোন ধর্মের ছিলেন। এই প্রশ্ন অনেকেরই মনে রয়েছে। তথ্য অনুযায়ী খুব ছোট বয়সে তিনি সেলিম খানের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন সলমা। সেই সময় তার নাম ছিল সুশিলা চড়ক।। তিনি এক মারাঠি হিন্দু পরিবারে জন্মেছিলেন।
সম্প্রতি সলমা ও তাঁর প্রেম নিয়ে খুঁটিনাটি শেয়ার করেছেন সলমনের বাবা। তিনি বলেন, “আমি সলমাকে প্রেমের শুরুতেই বলেছিলেন তোমার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে চাই। এই লুকিয়ে লুকিয়ে দেখা করা ঠিক নয়। যখন ওর বাড়ি যাই প্রথম বার, আমার তখন সেখানে মনে হয়েছিল দুনিয়ার সব মারাঠিরাই বোধহয় ওর পরিবারে হাজির হয়েছে। খুব দুশ্চিন্তায় ছিলাম।
তিনি বলেন মেয়ের বাবাও সেই সময় রাজি ছিলেন না। ধর্ম নিয়ে সমস্যা ছিল। যদিও সেলিম খান জানিয়েছিলেন ধর্ম কখনও বিয়ের পথে বাঁধা হতে পারে না। বিয়ে করেন নেন সবার অমতেই তারা। বিয়ের দশবছর পর সকলে মেনে নেন।