পট্টচিত্র আর্ট স্যামসাঙের দ্য ফ্রেম টিভিতে

দ্য ফ্রেমে পট্টচিত্র – ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গের আদিবাসী অঞ্চলের পট্টচিত্র শিল্পকে স্যামসাঙ নিয়ে এসেছে তাদের লাইফস্টাইল টেলিভিশন দ্য ফ্রেম-এ। দ্য ফ্রেম হল এমন টিভি যা ‘অন’ থাকলে টিভি, আর ‘অফ’ হলেই আর্ট।

দ্য ফ্রেমে থাকা ভারতীয় লোকশিল্প ও আদিবাসী শিল্পের ১৪০০টিরও বেশি শিল্পকলার সম্ভারে পট্টচিত্র এসেছে নতুন সংযোজন হিসেবে। দ্য ফ্রেম টিভির মাধ্যমে ভারতের লোকশিল্পকে পুণরুজ্জীবিত করাই এই উদ্যোগের লক্ষ্য। স্যামসাঙের এই উদ্যোগের সহযোগী হল ফ্লোটিং ক্যানভাস কোম্পানি।

পট্টচিত্র হল বস্ত্রখন্ডের উপরে অঙ্কিত কলাশিল্প – পট্ট অর্থ বস্ত্র ও চিত্র অর্থ ছবি। দ্য ফ্রেমে পট্টচিত্রে ছাড়াও ভারতের বিভিন্ন অঞ্চলের ১৪০০টিরও বেশি শিল্পনিদর্শন রয়েছে।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *