স্নাইডারের প্রেরণা পুরষ্কার

স্নাইডার ইলেকট্রিক ইন্ডিয়ার পক্ষ থেকে চলতি বছরের ‘প্রেরনা পুরস্কার’ প্রদান করা হল। যে সব মহিলারা সমস্ত প্রতিকূলতাকে জয় করে সমাজে শক্তিশালী অবদান রাখে তাঁদেরকেই প্রতিবছর স্নাইডার ইলেকট্রিক ইন্ডিয়ার পক্ষ থেকে সম্মানিত করা হয়। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে প্রাতিষ্ঠানিকভাবে সমাজের বিভিন্ন স্তরে শক্তিশালী অবদানের জন্য মহিলাদের সম্মানিত করে আসছে স্নাইডার ইলেকট্রিক।

২০২১ সালে তিনজন মহিলাকে প্রেরনা পুরস্কারে সম্মানিত করেছে স্নাইডার ইলেকট্রিক। এই তিন মহিলা হলেন-শিশু নির্যাতন ও শিশু পাচারের বিরুদ্ধে কাজ করা এনজিওর প্রতিষ্ঠাতা সোনাল কাপুর, ইয়ুথনেটের হেকানি জাখালু। যা বিভিন্ন কাজে যুবাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও উন্নয়ন প্রদান করে সাহায্য করে এবং সারথি ট্রাস্টের প্রতিষ্ঠাতা কৃতি ভারতী। যা মূলত বাল্যবিবাহ নির্মূল ও সমাজে নারীদের ন্যায়বিচার প্রদানের কাজ করে।

স্নাইডার ইলেকট্রিকের ভারত ও দক্ষিণ এশিয়ার সিএইচআরও রচনা মুখার্জি বলেন, এই বছরের মনোনীত ব্যক্তিরা, সামাজিক নিয়ম ভেঙে সমাজের কিছু গুরুত্বপূর্ণ অংশের জন্য ইতিবাচক ভবিষ্যত গড়ে তুলতে সাহায্য করেছে। তিনি বলেন, এই মহিলারা যে সাহস, দেখিয়েছেন তা আমাদের সকলের জন্য বিশেষ অনুপ্রেরণা।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *