‘ডেটল বনেগা স্বস্থ ইন্ডিয়া’র সিজন-৯

স্বাস্থ্যক্ষেত্রে ভারতের দীর্ঘতম উদ্যোগ ‘ডেটল বনেগা স্বস্থ ইন্ডিয়া’ এবার নবম বর্ষে পদার্পণ করল। হেলথ ও হাইজিন-এর ব্যাপারে জনসচেতনতা গড়ার ক্ষেত্রে এর প্রভাব বিবেচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ক্যাম্পেনকে স্বীকৃতি দিয়েছেন। অমিতাভ বচ্চন এর ক্যাম্পেন ম্যানেজার।

‘ডেটল বনেগা স্বস্থ ইন্ডিয়া’র সিজন-৯’এর থিম হল ‘লক্ষ্য সম্পূর্ণ স্বাস্থ্য কা’, যার অভিমুখ হল সকল ভারতবাসীর জন্য ‘গুড হেলথ কেয়ার’-এর সুযোগ সৃষ্টি করা এবং উদ্ভাবন ও প্রযুক্তির মাধ্যমে গড় আয়ু ৮০ বছরে পৌঁছে দেওয়া। এই ১২ ঘন্টার টেলিথনে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজ্যের মন্ত্রীবর্গ, ‘হু’র বিশেষজ্ঞ, ইনোভেটর্স, ডক্টর্স, আর্টিস্টস ও হেলথ কেয়ার ওয়ার্কার্স। টেলিথন চলাকালীন সকলের জন্য সার্বিক স্বাস্থ্য নিশ্চিত করার ওপরে জোর দেওয়া হয়।

অনুষ্ঠানে যেসব শিল্পী সক্রিয় অংশগ্রহণ করেন তাদের মধ্যে ছিলেন মোহিত চৌহান, কৈলাশ খের, পলক মুচ্ছল, মিকা সিং, বিশাল মিশ্র, আস্থা গিল, ধর্মেশ ইয়েলোন্ডে ও গনেশ আচারিয়া। বিশেষ গুরুত্ব আরোপ করা হয় অসুস্থতা প্রতিরোধের উপরে। এছাড়া, উত্তম স্বাস্থ্যবিধি, স্বাস্থ্যের উপর পরিবেশগত পরিবর্তনের প্রভাব, বয়ঃসন্ধিকালের সেক্সুয়াল ও রিপ্রোডাক্টিভ হেলথ এবং মহিলাদের স্বাস্থ্য বিষয়ে যথাযোগ্য গুরুত্ব আরোপ করা হয়।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *