গুজরাটের গান্ধীনগরে সোমবার থেকে শুরু হয়েছে ‘এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট সাসটেইনাবিলিটি ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক। উদ্বোধনী বৈঠকে জি২০ দেশগুলির মধ্যে ১১টি আমন্ত্রিত দেশের ও ১৪টি আন্তর্জাতিক সংস্থার ১৩০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠক চলবে ২৯ মার্চ পর্যন্ত। বৈঠকের শুরুতে জি২০ দেশসমূহের ‘বেস্ট প্র্যাক্টিসেস ইন ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট’ বিষয়ে একটি প্রেজেন্টেশন পেশ করা হয়। এর আগে, রবিবার জি২০ প্রতিনিধিদের আহমেদাবাদ বিমানবন্দরে চিরাচরিত প্রথানুসারে স্বাগত জানানো হয়।
বৈঠকে বিশেষ প্রেজেন্টেশনে প্রাধান্য পায় নমামি গঙ্গে, ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার’, ‘পার্টিসিপেটরি গ্রাউন্ডওয়াটার ম্যানেজমেন্ট’, জল জীবন মিশন ও স্বচ্ছ ভারত মিশন। ইটালি ও চীনের পক্ষ থেকে তাদের ‘বেস্ট প্র্যাক্টিসেস অন ওয়াটার ম্যানেজমেন্ট’ পেশ করা হয়।
ইসিএসডব্লিউজি বৈঠক চলাকালীন জি২০ প্রতিনিধিরা গুজরাটের সংস্কৃতি, হ্যান্ডলুম, হস্তশিল্প, শিল্পসামগ্রী ও বয়নশিল্পের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। উল্লেখ্য, ইসিএসডব্লিউজি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল বেঙ্গালুরুতে, ৯-১১ ফেব্রুয়ারি।