১৫ মার্চ থেকে ভারতের গোল্ডেন সিটি অমৃতসরে G20 দেশগুলির এডুকেশন ওয়ার্কিং গ্রুপ (EWG) এর দ্বিতীয় বৈঠক শুরু হয়েছে। এই বৈঠক চলবে ১৭ মার্চ পর্যন্ত। উল্লেখ্য, প্রথম EWG সভাটিতে উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। যা বিশ্বব্যাপী শিক্ষার ক্ষেত্রে বিশেষ নীতি প্রণয়নে সহায়তা করবে।
G20 দেশগুলির EWG-এর প্রথম অধিবেশনে অস্ট্রেলিয়া, ভারত, যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রতিনিধি ও সংস্থা অংশগ্রহণ করে। দ্বিতীয় অধিবেশনে ওমান, ইউনিসেফ, সংযুক্ত আরব আমিরাত, চীন ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি ও সংস্থা অংশগ্রহণ করেছে। প্যানেল উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা হয়।
এদিনের প্যানেল আলোচনায় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সচিব (উচ্চ শিক্ষা) কে.কে. সঞ্জয় মূর্তি, আইআইটি রোপারের ডিরেক্টর রাজীব আহুজা প্রমুখ।