শাহরুখ খানকে সাধারণত কেও নাচের অনুরোধ করলে তিনি খুব একটা ফেরান না। তবে এই দিন স্পষ্ট মুখের ওপর না করে দিলেন, এই বিষয়ে তোলপাড় উঠেছে নেট দুনিয়ায়।শাহরুখ খান এবং নয়নতারা হলেন, ২০২৩ সালের জওয়ান ছবিতে যাঁরা একসঙ্গে জুটি বেঁধেছিলেন। যাদের নিয়ে দর্শকমহলে উত্তেজনা ছিল সবার ওপরে। ছবিতে নয়নতারা রোমান্স এবং এক্টিং সবতেই উজাড় করে দিয়েছেন নিজেকে এবং তার জন্য তাকে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয়েছে। মঞ্চে উঠে পুরস্কার নিয়েছিলেন শাহরুখ খানের হাত থেকে ।আর সেই সময় সবাই যখন অনুরোধ করে নাচার জন্য তখন কিং খান বলেন, ‘ এই অনুরোধ করবেন না ভীষণ কষ্টের।’ কেন বললেন এই কথা তা তিনি স্পষ্ট করে বলেন নি। নয়নতারার সঙ্গে নাচ কঠিন-কষ্টকর নাকি তাল মেলাতে শাহরুখ খানের সমস্যা তা অস্পষ্টই থেকে গেল। এই কথা শুনে কেবল মুচকি হাসলেন স্টেজের পাশে দাঁড়িয়ে থাকা নয়নতারা। তবে কোনও উত্তর দিলেন না। এই ঘটনার পর প্রচুর প্রশ্ন উঠেছে নেটপাড়ায়।
নয়নতারার সঙ্গে নাচ কঠিন-কষ্টকর নাকি তাল মেলাতে শাহরুখ খানের সমস্যা তা অস্পষ্টই থেকে গেল। এই কথা শুনে কেবল মুচকি হাসলেন স্টেজের পাশে দাঁড়িয়ে থাকা নয়নতারা। তবে কোনও উত্তর দিলেন না। এই ঘটনার পর প্রচুর প্রশ্ন উঠেছে নেটপাড়ায়।মঞ্চে দাঁড়িয়ে এদিন পুরস্কার হাতে নিয়ে নয়ন বলেছিলেন, ”২০ বছর, ৭৫টা ছবি পেড়িয়ে আজ আমি এখানে। এটা আমার কাছে সত্যি খুব বিশেষ মুহূর্ত, এই পুরস্কার হাতে পাওয়া। আর সব থেকে বড় কথা শাহরুখ খানের হাত থেকে এই পুরস্কার পাচ্ছি। আমি আজ সমস্ত প্রযোজক, সহকর্মী, পরিচালক সকলকে ধন্যবাদ জানাই, তাঁদের জন্য আমি আজ এখানে। আর যার সাপোর্ট ছাড়া আমি এখানে আসতে পারতাম না, তাঁরা হলেন আমার পরিবার আর আমার দুই সন্তানও আছে। আমায় একটু সময় দিন, কারণ আমি কাঁপছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমায় এত ভালবাসা দেওয়ার জন্য। এতটা ভালবাসা জওয়ান ছবিকে জন্য দেওয়ার ধন্যবাদ।” এরপর তিনি দক্ষিণী ভাষাতেও ধন্যবাদ জানিয়েছিলেন।