শাহরুখ খানের ‘পাঠান’-এ মজে কাশ্মীর

কাশ্মীর থেকে কন্যাকুমারী এখন মজেছে শাহরুখ খানে। পাঠান নিয়ে চর্চা উপত্যকাতেও। তিন দশক পর কাশ্মীরে বলিউড ম্যাজিক। সেখানে নতুন শুরু হওয়া আইনক্সে ১২-১৪টা শো হাউজফুল দু দিন ধরে। নিশ্চয়ই আলাদা করে বলে দেওয়ার দরকার নেই যে চলছে শাহরুখ খানের পাঠান। আইনক্স মাল্টিপ্লেক্সের মালিক বিজয় ধর জানিয়েছেন যে ১৪টি শো ২৫ ও ২৬ তারিখে ৭ টি করে প্রদর্শিত হয়েছে। জানান, বুধবার ৭টি শো-ই হাউজফুল ছিল।

প্রজাতন্ত্র দিবসের উদযাপনের কারণে দুটো শোয়ে লোক একটু কম হয়েছে। বাদবাকি পাঁচটা কালকের মতোই হাউজফুল।  সঙ্গে জানান, শাহরুখ খানকে প্রথমবারের মতো দেখানো হচ্ছে বড় পরদায় শ্রীনগরে। এদিকে শুধু কাশ্মীরে নয়, গোটা দেশেই কিন্তু শাহরুখ খানের ছবির রমরমা। একের পর এক মাইলস্টোন তৈরি করছে এই ছবি। পাঠান প্রথম ছবি যা মুক্তি পাওয়ার দিনই সব থেকে বেশি আয় করে অন্যান্য ছবির রেকর্ডকে ভেঙে ফেলেছে।

দ্বিতীয় দিনে পাঠান বক্স অফিসে ৭০ কোটি টাকার ব্যবসা করেছে। বুধবার যেই অঙ্ক ছিল ৫৭ কোটির। মানে দু দিন মিলিয়ে ভারতের বাজারে ছবির আয় প্রায় ১২০ কোটি মতো। শুক্র-শনি-রবি মিলিয়ে প্রথম সপ্তাহান্তে তা ২০০ কোটির ঘর পেরিয়ে যাবে বলেই ধারণা করা হচ্ছে।প্রসঙ্গত, বুধবার পাঠান মুক্তির পর অতিরিক্ত টিকিটের চাহিদার মেটাতে মধ্যরাতের বেশ কিছু শো যোগ করা হয়। এর আগে অবশ্য মর্নিং শো-কে টেনে সকাল ৬টায় নিয়ে যাওয়া হয়েছিল। আপাতত শাহরুখের সিনেমা বিশ্বজুড়ে ৮০০০টি পর্দায় চলছে। যার মধ্যে ভারতের বাইরের ২৫০০টি হল আছে। চলতি সপ্তাহের শেষে আরও কিছু রেকর্ড ভেঙে ফেলতে পারে পাঠান। ছবিতে শাহরুখ খান ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া। 

By sonali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *