সিনেমা হলে আসার আগেই বাজিমাত, ৫০০ কোটি আয় করল শাহরুখের দুই ছবি

এবার ‘জওয়ান’-এর পালা। দক্ষিণী পরিচালক অ্যাটলির এই সিনেমার মাধ্যমে প্যান ইন্ডিয়ান সিনেমার জগতে পা রাখতে চলেছেন শাহরুখ। দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে জওয়ান। এরপর আসবে ‘ডাঙ্কি’।

রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমায় তাপসী পান্নুর সঙ্গে জুটি বেঁধেছেন শাহরুখ। চলতি বছরের শেষ দিকে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগেই এই দুটি সিনেমা থেকে প্রায় ৫০০ কোটি রুপি আয় করেছেন শাহরুখ। কিন্তু কিভাবে?

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জওয়ানের গানের স্বত্ব বিক্রি হয়েছে রেকর্ড দামে। শুধু গানের স্বত্বই নয়, স্যাটেলাইট, ডিজিটাল ও গানের স্বত্ব মিলিয়ে প্রায় আড়াইশ কোটি টাকা পকেটে গেছে প্রযোজকদের। রাজকুমার হিরানির ডানকিও একই পথে হাঁটল। এই সিনেমার স্যাটেলাইট, ডিজিটাল ও গানের স্বত্ব বিক্রি হয়েছে প্রায় ২৩০ কোটি টাকায়। মোট, শাহরুখের আসন্ন দুটি সিনেমা জওয়ান এবং ডানকি ইতিমধ্যেই প্রায় 480 কোটি টাকা আয় করেছে।

অ্যাটলির জওয়ানে আবারও অ্যাকশন হিরোর ভূমিকায় দেখা যাবে শাহরুখকে।

এর আগে পাঠান সিনেমায় শাহরুখের চরিত্রে দর্শক পছন্দ করেছেন। নির্মাতারা আশা করছেন যে সিনেমাটি প্যান-ইন্ডিয়া স্তরে বৃহত্তর দর্শকদের কাছে পৌঁছাবে।

অন্যদিকে, শাহরুখকে ডাঙ্কি ছবিতে একজন সেনা অফিসারের ভূমিকায় দেখা যাবে। এর আগে ‘যব তক হ্যায় জান’ ছবিতে সেনাবাহিনীর পোশাকে অভিনয় করেছিলেন শাহরুখ। প্রিয় তারকাকে আবারও সেই চরিত্রে দেখার অপেক্ষায় ভক্তরা।

প্রসঙ্গত, 2018 সালে ‘জিরো’ ফ্লপ হওয়ার পর শাহরুখকে আর কোনো ছবিতে দেখা যায়নি। তারপর চার বছর পর ‘পাঠান’ ছবির মাধ্যমে ফিরে আসেন। বক্স অফিসে একাধিক রেকর্ড ভেঙেছে এই ছবি। এই ছবিটি বিশ্বব্যাপী 1000 কোটির বেশি আয় করেছে। হিন্দি সংস্করণে ছবিটি 543.05 রুপি আয় করেছে। পরে এর মালিকানা ১০০ কোটি টাকায় বিক্রি হয়।

By Priyanka Bhowmick

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *