সারা আলি খানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে নতুন প্রোডাক্টের ক্যাম্পেন শুরু করল শপসি। বলাবাহুল্য, শপসি হল ভারতের দ্রুততম বর্ধনশীল হাইপার-ভ্যালু ই-কমার্স প্ল্যাটফর্ম। যা ফ্লিপকার্ট দ্বারা চালিত হয়।
শপসি-র এই ক্যাম্পেনটির লক্ষ হল গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের একটি বিস্তৃত পণ্যের রেঞ্জ অফার করা। শপসি-র এই অ্যাড ফ্লিমটি গ্রাহকদের অনলাইন শপিংয়ের চিন্তাধারার সাথে সামঞ্জস্যপূর্ণ। কুর্তি, শাড়ি, ঘড়ি এবং হোম প্রোডাক্টের মতো একাধিক বিভাগে গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে অফার করে শপসি।
উল্লেখ্য, আজ ‘শপসি কিয়া কেয়া’ এই ট্যাগ লাইনের মাধ্যমে প্রধান টিভি চ্যানেল, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ইউটিউবে একাধিক ভাষায় সম্প্রচারিত হবে শপসি-র এই অ্যাড ফ্লিমটি।ফ্লিপকার্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড আদর্শ মেনন বলেন, গ্রাহক ও তার পরিবারের কথা মাথায় রেখে সাশ্রয়ী মূল্যের বিস্তৃত পণ্যের এক বিশাল সম্ভার নিয়ে হাজির হয়েছে শপসি।