অভিনেত্রী সারা আলি খানকে নিয়ে ভারতের দ্রুত বর্ধনশীল ‘হাইপার ভ্যালু ই-কমার্স প্লাটফর্ম’ ‘শপসি বাই ফ্লিপকার্ট’ তাদের নতুন টিভিসি ক্যাম্পেন ‘আজ শপসি কিয়া ক্যা?’ আরম্ভ করল। শপসি’র এই ক্যাম্পেনের অভিমুখ হল দেশের মহিলা গ্রাহকগণ।
সারা আলি খানকে প্রচারের মুখ করে দেশের মহিলা গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছতে পারবে বলে আশা করছে শপসি – বিশেষকরে টিয়ার-২ ও অন্যান্য শহরে। শপসি’র এই প্রচারের লক্ষ্য হল সাশ্রয়ী মূল্যে কেনাকাটায় আগ্রহী গ্রাহকরা যেন প্রতিটি দিনকেই ‘সেলে’র দিন বলে মনে করতে পারেন। এই ক্যাম্পেনে রয়েছে একটি অ্যাড ফিল্ম, যাতে বর্তমান বাজারের পরিস্থিতি ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে গ্রাহকরা ‘সেলে’র দিনের জন্য অপেক্ষা করেন। এখন গ্রাহকরা জেনে গেলেন যে তাদের সেই অপেক্ষার আর দরকার হবে না, কারণ সারাবছরই তারা আকর্ষণীয় মূল্যে তাদের প্রয়োজনের সামগ্রী কেনাকাটা করতে পারবেন শপসি’র মাধ্যমে।
শপসি লঞ্চ করা হয়েছিল ২০২১ সালে জুলাই মাসে। উদ্দেশ্য ছিল গ্রাহকরা যেন তাদের সাধ্যানুসারে সাশ্রয়ী মূল্যে কেনাকাটা করতে সমর্থ হন। বর্তমানে সারাদেশে ২.৫ লক্ষেরও বেশি বিক্রেতা যুক্ত রয়েছেন শপসি’র সঙ্গে।