আবারও একসাথে শ্রদ্ধা এবং রাজকুমার রাও

‘ও স্ত্রী তুম কাল আনা’… দেয়ালের লেখাতেই শ্রোতাদের হৃৎস্পন্দন বেড়ে যায় ,এটি ২০১৮। মূলধারার বলিউড চলচ্চিত্রের ইতিহাসে এমন ‘হরর-কমেডি’ খুবই বিরল। ছবিতে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাওয়ের রসায়ন জমে উঠেছে। তাই লাভের পরিমাণ বক্স অফিসে জমেছে। ছবির শেষ দিকে সিক্যুয়েল তৈরির ইঙ্গিত ছিল। কাটা বিনুনি ব্যাগে নিয়ে ‘স্ত্রী’ বাসে বসল। তার পর… কি হবে? কী ঘটেছে তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হয়েছে ছয় বছর।

‘স্ত্রী ২’ আগামী ১৫ আগস্ট সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এবার দেওয়ালে লেখা ‘আপনার স্ত্রীকে রক্ষা করবেন না’। এবারও বক্স অফিসে আগের মতো সফল হবে? প্রশ্ন করার সময় রাজকুমার এবং শ্রদ্ধা এক বাক্যে তাদের আস্থা প্রকাশ করেছেন। সোমবার, ছবিটি মুক্তির মাত্র তিন দিন আগে, তারা প্রচারে কলকাতায় পৌঁছেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই ছবিটিকে ঘিরে হয়তো আগেরবারের চেয়ে বেশি উত্তেজনা হতে যাচ্ছে।

রাজকুমার বললেন, “আমরা আত্মবিশ্বাসী। সঠিক চিত্রনাট্যের জন্যই তো এতগুলি বছর অপেক্ষা করতে হল। ঝলক দেখেই বুঝতে পারছেন, দ্বিতীয় ছবিতে ভয় বলুন বা হাস্যরস— সবই দ্বিগুণ হতে চলেছে। দর্শক কোনও ভাবেই হতাশ হবে না”। সাফল্যের আভাস নাকি তাঁরা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন। অভিনেতার দাবি, অগ্রিম টিকিট বুকিং থেকেই পুরোটা বোঝা যাচ্ছে।

By editor