করোনা মহামারীর পরিস্থিতিতে প্রচুর শিশু সম্পূর্ণরূপে গৃহবন্দী হয়ে পরেছে যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থের উপর এক হানিকর প্রভাব ফেলেছে। তাই শ্যাম স্টীল হ্যাপিনেস ড্রাইভ কর্মসূচী শিশুদের স্বাস্থের উপর গুরুত্ব দিয়ে হ্যাপিনেস ড্রাইভ কর্মসূচীর আয়োজন করেছে। শ্যাম স্টীল হ্যাপিনেস ড্রাইভ কর্মসূচীর এর মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার প্রায় ৩০ টি স্থানে ২৫০০ শিশুদের মধ্যে খুশি ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহন করেছে।
হ্যাপিনেস ড্রাইভ কর্মসূচীর মূল লক্ষ্য ছিল শিশুদের বাড়ির বাইরে এনে নানারকম কাজের মাধ্যমে তাদের ভেতরের হীনমন্নতা কাটিয়ে তোলা। শ্যাম স্টিল ইন্ডাস্ট্রিস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর গোবিন্দ বেরিওয়াল মহাশয় বলেন, “সমাজের সকলের মধ্যে খুশি ছড়িয়ে দেওয়ার এই উৎসব যা শ্যাম স্টিল হ্যাপিনেস ড্রাইভ বলে পরিচিত এর মাধ্যমে আমাদের মনে, সমাজে এবং আমাদের জীবন যাত্রার উপর প্রভাব ফেলেছে, সেখান থেকে ছোট বাচ্চাদের মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে”।
শ্যাম স্টীল এই বিশ্বাস ও হাসি মুখ নিয়েই আগামী দিনের পথে এগিয়ে চলবে বলে জানিয়েছেন শ্যাম স্টিল এর অন্যতম কর্নধার শ্রী সুকেত বেরিওয়াল মহাশয়।