আজ বৃহস্পতিবার সকালে তা বলিউডের ঘুম ভাঙলো এক দুঃস্বপ্নে। হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। সম্ভিত গোটা বলিউড সহ সবাই। আচমকাই হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে মুম্বাইয়ের কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাড়িতেই সকাল বেলা ম্যাসিভ হৃদরোগে আক্রান্ত হন সিদ্ধার্থ। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলেও ফল মেলেনি কিছুই। দুঃখের বিষয় হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে প্রয়াত হন অভিনেতা। হাসপাতালে পৌঁছাতেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বয়স হয়েছিল ৪০ বছর। বর্তমানে তাঁর দেহের ময়নাতদন্ত চলছে কুপার হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, ময়নাতদন্ত শেষে দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।
কালার্স চ্যানেলের ‘বালিকা বধূ’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পান সিদ্ধার্থ। বিগ বস ১৩-এর বিজয়ী ছিলেন সিদ্ধার্থ শুক্লা। হিন্দি টেলি ধারাবাহিকের বেশ জনপ্রিয় মুখ তিনি। বিগ বসের পাশাপাশি ‘খতরো কে খিলাড়ি’, ‘ঝলক দিখলাজা’-র মতো বিভিন্ন রিয়্যালিটি শো-তেও অংশ নিয়েছেন ৷ ইন্ডিয়ান গট ট্যালেন্টের মতো শো-হোস্ট করেছেন তিনি। বালিকা বধূ, দিল সে দিল তক-এর মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। শুধুমাত্র টেলি সিরিয়ালও নয়, হ্যান্ডসাম এই অভিনেতাকে বেশ কয়েকটি হিন্দি ছবিতেও দেখা গিয়েছে। ২০১৪ সালে ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’ ছবিতে আলিয়া ভট্ট এবং বরুণ ধবনের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।
অল্প কয়েকদিনের মধ্যেই সব শেষ৷ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বলিউড ৷