‘সিমেন্স ইন্ডিয়া ইনোভেশন ডে ২০২২’ উপলক্ষে সিমেন্স লঞ্চ করল ‘সিমেন্স এক্সিলারেটর’

মুম্বইয়ে আয়োজিত সিমেন্সের অ্যানুয়াল ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘সিমেন্স ইন্ডিয়া ইনোভেশন ডে ২০২২’ উপলক্ষে সিমেন্স লঞ্চ করল ‘সিমেন্স এক্সিলারেটর’ (Siemens Xcelerator)। ‘সিমেন্স এক্সিলারেটর’ হল এক ‘ওপেন অ্যান্ড ইভল্ভিং ডিজিটাল বিজনেস ইকোসিস্টেম’, যার পোর্টফোলিওতে রয়েছে সিমেন্সের ‘ডিজিটাল’ ও ‘ইন্টারনেট অব থিংস’-চালিত (আইওটি) নানারকম সুবিধা, যেমন সফটওয়্যার, হার্ডওয়্যার ও ডিজিটাল সার্ভিসেস।

‘সিমেন্স এক্সিলারেটর’-এর লক্ষ্য হল ইন্ডাস্ট্রি, বিল্ডিংস, গ্রিডস ও মোবিলিটি ক্ষেত্রের সকল গ্রাহকের জন্য ‘ডিজিটাল ট্রান্সফর্মেশন’ ও ‘ভ্যালু ক্রিয়েশন’ ত্বরাণ্বিত করা।

সিমেন্স ইন্ডিয়ার অ্যানুয়াল ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘সিমেন্স ইন্ডিয়া ইনোভেশন ডে ২০২২’ অনুষ্ঠানে কোম্পানির পক্ষ থেকে ডিজিটাল ট্রান্সফর্মেশন ত্বরাণ্বিত করার ব্যাপারে বিভিন্ন সংস্থাকে সাহায্য করার লক্ষ্যে আধুনিক টেকনোলজি ও ইনোভেটিভ সলিউশনসের এক বিশাল সম্ভার তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *