ভারতে এসে গেল স্কোডা কুশাক

স্কোডা অটো ইন্ডিয়া’র বহু-প্রতীক্ষিত ‘মেড ইন ইন্ডিয়া অ্যান্ড ফর ইন্ডিয়া’ এসইউভি ‘স্কোডা কুশাক’-এর জন্য বুকিং শুরু হয়েছে এবং একইসঙ্গে তার দামও ঘোষণা করা হয়েছে।

চলতি বছরের প্রথমদিকে ভারতে ‘কুশাক’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়ার পর এই গাড়ির প্রতি গ্রাহকদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। ভারতের এসইউভি গ্রাহকদের কথা মাথায় রেখে এই গাড়ির সব ভেরিয়েন্টেই অনেক অ্যাক্টিভ ও প্যাসিভ সেফটি ফিচার যোগ করা হয়েছে। কুশাক লঞ্চের মধ্য দিয়ে স্কোডা অটো ইন্ডিয়া ভারতের টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলির বাজারে তাদের নেটওয়ার্ক আরও সম্প্রসারিত করতে চলেছে। বর্তমানে স্কোডা অটো’র ১২০টি সেলস টাচপয়েন্ট রয়েছে ৮৫টি শহরে এবং ২০২১ সালের মধ্যে সেই সংখ্যা ১৫০-এ পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।

প্রত্যেক ‘কুশাক’-এর সঙ্গে রয়েছে ৪ বছর/ ১,০০,০০০ কিমি ওয়ারেন্টি, যা ৬ বছর/ ১,৫০,০০০ পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। বিভিন্ন ভেরিয়েন্টের ‘স্কোডা কুশাক’ যে দামে পাওয়া যাবে তা এরকম: অ্যাক্টিভ (১০,৪৯,৯৯৯ টাকা), অ্যাম্বিশন (১২,৭৯,৯৯৯ টাকা ও ১৪,১৯,৯৯৯ টাকা) এবং স্টাইল (১৪,৫৯,৯৯৯ টাকা, ১৫,৭৯,৯৯৯ টাকা, ১৬,১৯,৯৯৯ টাকা ও ১৭,৫৯,৯৯৯ টাকা)। হানি অরেঞ্জ, টর্নাডো রেড, ক্যান্ডি হোয়াইট, রিফ্লেক্স সিলভার ও কার্বন স্টিল – এই পাঁচটি কলারে স্কোডা কুশাক পাওয়া যাবে।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *