সোনালি একজন বিজেপি নেত্রীর পাশাপাশি একজন অভিননেত্রী ছিলেন

মঙ্গলবার মারা গেছেন বিজেপি নেত্রী সোনালি ফোগট। সোনালি একজন বিজেপি নেত্রীর পাশাপাশি একজন অভিনেতাও ছিলেন। তিনি একজন টিকটক ষ্টারও ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর, এমনটাই প্রাথমিকভাবে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু পরিবার একের পর এক অভিযোগ এনেছে পরিবারের সদস্যরা বলছেন, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে সোনালির মৃত্যু সম্ভব নয়। লাগাতার ধর্ষণ, তারপর হত্যা অভিযোগ করেছে তার পরিবারের লোকেরা পদক্ষেপের অংশ হিসেবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়করেছে। গোয়া পুলিশ এই বিষয়ে স্বাভাবিক মৃত্যু বলেই মনে করছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ তাঁর ম্যানেজার সুধীর সাংওয়ান ও বন্ধু সুখিন্দর মিলে ধর্ষণ করে হত্যা করেছে তাঁকে।

হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ বিজেপি নেতা সোনালি ফোগটের মৃত্যুর ঘটনায় জানিয়েছেন, অভিযোগ, মৃত্যুর আগে নাকি সোনালী নাকি পরিবারকে জানিয়েছিলেন সুধীর নাকি তাঁর খাবারে মাদক দ্রব্য মিশিয়েছেন। ইতিমধ্যেই তাঁর ভাই রিঙ্কু গোয়ায় অঞ্জুনা থানায় অভিযোগও দায়ের করেছেন, দিদির মৃত্যু স্বাভাবিক এমনটা মোটেও মনে করছেন না তিনি। দিদিকে ভয় দেখাতো কিছু ফাঁস করলে ওই ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে এরপর নাকি বারংবার সোনালীকে ধর্ষণ করেন সেই ব্যক্তি, এমনটাই অভিযোগ সোনালীর ভাইয়ের।

তাঁর বোন রমন ফোগট বলেন, “আমার বোনের হৃদরোগ হতে পারে না”। আমরা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি। আমার পরিবার কিছুতেই মানতে রাজি নয় যে ওর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। ওর এই ধরনের কোনও সমস্যা ছিল না।” তাই জানিয়েছে তার পরিবারের লোকেরা তার আত্মার শাস্তি চায়।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *