জি মাস্টার সিরিজের লেন্সে সোনির নতুন সংযোজন

সোনির ‘জি মাস্টার’ সিরিজে পরিচিত চমকপ্রদ রেজোলিউশন ও বিউটিফুল বোকে এফেক্ট প্রদানের জন্য সোনি নিয়ে এসেছে বিশ্বের সবথেকে হাল্কা এফ২.৮ স্ট্যান্ডার্ড জুম লেন্স, যাতে ব্যবহার করা হয়েছে সোনির ‘লিডিং লেন্স টেকনোলজি’। সোনি ইন্ডিয়ার মিররলেস ই-মাউন্ট লাইন-আপে ৬৭তম সংযোজন হিসেবে এলো – FE 24-70mm F2.8 GM II (মডেল SEL2470GM2)।

সোনির FE 24-70mm F2.8 GM II হল মিররলেস ই-মাউন্ট লাইন-আপের এমন লেন্স যা তৈরি হয়েছে ফোটোগ্রাফার, ভিডিয়োগ্রাফার ও হাইব্রিড কনটেন্ট ক্রিয়েটরদের জন্য। এফ২.৮ ম্যাক্সিমাম অ্যাপারচার, দারুণ এএফ পার্ফর্ম্যান্স, ভার্সাটাইল কন্ট্রোল ও সলিড রিলায়েবিলিটি থাকার ফলে যাবতীয় ভিডিয়ো সংক্রান্ত কাজকর্মের জন্য উপযোগী এই FE 24-70mm F2.8 GM II লেন্স। এটি নিখুঁতভাবে সংযুক্ত হয়ে যায় সোনির কম্প্যাক্ট আলফা সিস্টেম ই-মাউন্ট ক্যামেরার সঙ্গে। এই লেন্সের ওজন মাত্র ২৪.৬ আউন্স (৬৯৫ গ্রাম)।

১৯৯,৯৯০ টাকা মূল্যে নতুন FE 24-70mm F2.8 GM II ২৩ মে থেকে সকল সোনি সেন্টার, আলফা ফ্ল্যাগশিপ স্টোর, www.shopatsc.com পোর্টাল ও মুখ্য ইলেকট্রনিক স্টোরগুলিতে পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *