এক্সআর ব্যাকলাইট মাস্টার ড্রাইভ-যুক্ত নতুন সোনি ব্রাভিয়া টিভি

সোনির ব্রাভিয়া এক্সআর এক্স৮৫কে মিনি এলইডি সিরিজে নতুন সংযোজন হিসেবে এলো সোনি ইন্ডিয়ার নতুন ২১৬সেমি (৮৫) টেলিভিশন, যাতে রয়েছে কগনিটিভ প্রসেসর এক্সআর-যুক্ত এক্সআর ব্যাকলাইট মাস্টার ড্রাইভ, যা অসাধারন ব্রাইটনেস দেওয়ার জন্য লেটেস্ট জেনারেশন মিনি এলইডি ব্যাকলাইট নিয়ন্ত্রণ করে।

এই টিভিতে থাকা সুপারফ্লুইড গুগল টিভি ইন্টারফেস গুগল টিভি’র সঙ্গে সংযোগ রেখে ৭০০,০০০-এরও বেশি মুভি, শো, লাইভ টিভি ও আরও অনেক কিছু উপভোগ করার সুবিধা দেয়। নেক্সট-জেন কগনিটিভ প্রসেসর এক্সআর একেবারে মানুষের মস্তিষ্কের মতো চিন্তা করতে সক্ষম, ফলে দর্শকদের ফেভারিট কনটেন্ট উপভোগ করার ক্ষেত্রে দিতে পারে দারুণ অভিজ্ঞতা।

৬৯৯,৯৯০ টাকা মূল্যে (বেস্ট বাই প্রাইস) নতুন সোনি ব্রাভিয়া এক্সআর-৮৫এক্স৯৫কে টিভি ১৬ অগাস্ট থেকে পাওয়া যাচ্ছে সকল সোনি সেন্টার, প্রধান ইলেকট্রনিক স্টোর ও ই-কমার্স পোর্টালগুলি থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *