বিনোদনের পর্দায় আসতে চলেছে সৌরভের জীবন কাহিনী

অবশেষে সমাপ্তি হলো বহু জল্পনার। প্রকাশ্যে এলো সুখবর। বলিউডে এখন বায়োপিক একপ্রকার ট্রেন্ড, বাস্তবের হিরোদের কাহিনী পর্দায় দেখতে মুখিয়ে থাকেন সিনেপ্রেমীরাও। এবার বঙ্গবাসীর দাদার দাদাগিরি দেখা যাবে বিনোদনের পর্দায়। ভারতের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক হবে বলিউডে। এবার মহারাজ স্বয়ং নিশ্চিত করেছেন একথা। শনিবার ৯ সেপ্টেম্বর অফিশিয়াল ঘোষণা করলেন স্বয়ং মহারাজ। ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বাংলার মহারাজের জীবনকাহিনী রূপোলি পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন অনেকেই।

সৌরভ এদিন নিজে টুইট করে বলেছেন যে, তার বায়োপিক শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছে। যদিও বায়োপিকের মুক্তির তারিখ এখনও প্রকাশ করা হয়নি। ছবিটি লভ ফিল্মস প্রযোজনা করবে। লভ রঞ্জন পরিচালনা করবেন বলেও জানা গিয়েছে। সৌরভ এদিন লেখেন, “ক্রিকেট আমার জীবন, যা আত্মবিশ্বাস দিয়েছে এবং আমাকে মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে, একটি যাত্রা দিয়েছে। রোমাঞ্চিত যে লভ ফিল্মস আমার যাত্রা নিয়ে একটি বায়োপিক তৈরি করবে এবং এটি বড় পর্দার জন্য আসবে।”

এর আগে দাদা বলেছিলেন, তাঁর বায়োপিকে হৃত্বিক রোশান ভালো অভিনয় করবেন। জানা গিয়েছিল, বলিউড অভিনেতা রণবীর কাপুরকেও দেখা যেতে পারে দাদার ভূমিকায়। যদিও মুখ্য ভূমিকায় কে রয়েছেন সেই নিয়ে এখনও অফিসিয়াল ঘোষণা হয়নি। তবে শোনা যাচ্ছে, এই সিনেমার স্ক্রিপ্ট নাকি ইতিমধ্যেই লেখা হয়ে গিয়েছে। সৌরভের সঙ্গে প্রযোজনা সংস্থা বেশ কয়েকবার আলোচনাও সেরে ফেলেছেন। সৌরভের বায়োপিক নিয়ে উচ্ছ্বসিত তাঁর সমর্থকরা। লর্ডসের সেই মহারাজকীয় ভঙ্গিতে অভিষেক, ভারতের অধিনায়কত্ব সামলানো, অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে হারানো, লর্ডসে জার্সি উড়িয়ে দাদাগিরি। এই সব দৃশ্যই পর্দায় দেখতে মুখিয়ে আছেন সকলে। সূত্র থেকে জানা গেছে, এই সিনেমার স্ক্রিপ্টে সৌরভ গঙ্গোপাধ্যায়ের গোটা ক্রিকেট কেরিয়ারের কথাই তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে সৌরভের অভিষেক, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক, লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানো, সবকিছুই এই বায়োপিকে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে। মহারাজের জীবনের প্রত্যেকটা ধাপকেই মোটামুটিভাবে এই বায়োপিকে তুলে ধরা হচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *