জন্মদিনে প্রসেনজিৎকে বিশেষ উপহার ‘দশম অবতার’ টিমের

তিনি বাংলা ছবির ‘অমরসঙ্গী’, অভিনয়ই তাঁর ‘দোসর’। পর্দায় শুধু দশ নয়, তাঁর নানা অবতার, তিনি ‘মিস্টার ইন্ডাস্ট্রি’, তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শনিবার তাঁর ৬১তম জন্মদিন। জন্মদিনের একদিন আগে থেকেই শুরু হয়েছে সেলিব্রেশন। শুক্রবার হইচই ওটিটি প্ল্যাটফর্মের সপ্তম সিজনের পার্টিতেই অগ্রিম সেলিব্রেট করা হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন।

শুক্রবার সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, ইশা সাহা, দিতিপ্রিয়া রায়, মিমি চক্রবর্তীকে সঙ্গে নিয়ে এদিন কেক কাটেন প্রসেনজিৎ। সেই মঞ্চে হাজির ছিলেন চিরঞ্জিত চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, টোটা রায়চৌধুরী, সোহিনী সরকার সহ আরও অনেক তারকাই। এদিনে অনুষ্ঠানে হাজির ছিলেন দেবশ্রী রায়ও। ‘দশম অবতার’ ছবির প্রথম গান ‘আমি সেই মানুষটা আর নেই’। গানটি গেয়েছেন অনুপম রায়। ট্রেলারেই শোনা গিয়েছিল সেই গানের দুই লাইন। এবার প্রকাশ্যে পুরো গানের ভিডিয়ো।

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বলেন, “‘দশম অবতার’-এর গান এই ছবির গল্পের অবিচ্ছেদ্য অংশ। অনুপম রায়ের ‘আমি সে মানুষ আর নেই’  একটি মাস্টারপিস, আমি দর্শকদের প্রতিক্রিয়া দেখে রোমাঞ্চিত।” অনুপম রায় বলেন, ‘দশম অবতার’-এর জন্য মিউজিক তৈরি করা অন্যরকমের ক্রিয়েটিভ অভিজ্ঞতা। ‘আমি সে মানুষটা আর নেই’  আমার হৃদয়ের খুব কাছাকাছি, এবং আশা করি এটি শ্রোতারাও পছন্দ করবে। এই অনুষ্ঠানে আমার প্রিয় গান পরিবেশন করতে পেরে আনন্দিত।”

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *