আট ও নয়ের দশকে বলিউডের কুইন মাধুরী দীক্ষিত। যার সৌন্দর্যে মাতওয়ারা গোটা দুনিয়া। যে এখনও পর্দায় এলে, জয় করে নেন লাখও হৃদয়। আন্তর্জাতিক ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসব ওরফে গোয়া ফিল্ম ফেস্টিভ্যাল থেকে এবার ভারতীয় সিনেমায় মাধুরী দীক্ষিতকে তাঁর সেই উজ্জ্বল অবদানের স্বীকৃত দেওয়া হল।গতকাল অর্থাৎ ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে গোয়ায় আন্তর্জাতিক ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসব।
সেই উৎসবে উপস্থিত হয়েছে বিনোদন জগতের দেশ বিদেশী সিনেমার উজ্জ্বল তারকারা। আর সেই মঞ্চেই বিশেষ সম্মানে ভূষিত হলেন মাধুরী দীক্ষিত। সেই মঞ্চে বক্তব্য রাখতেই আবেগপ্রবণ হয়ে যান মাধুরী। তিনি বলেন যে, ‘প্রায় ৩৮ বছর আমি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি।’এই ইন্ডাস্ট্রি আমার কাছে আমার একটা পরিবারের মতো।
তিনি আরও বলেন যে, আমি খুব ভাগ্যবান যে বলিউডের সেরা পরিচালকদের সঙ্গে এখানে কাজ করতে পেড়েছি। আর এই সম্মান পেয়ে আমি ভীষন আনন্দিত। সম্প্রতি তিনি নেটফ্লিক্সের ‘দ্য ফেম গেম’ নামে একটি সিরিজে অভিনয় করেছেন। এছাড়াও ‘মাজা মা’ ছবিতেও অভিনয় করতে দেখা গেছে তাঁকে। উল্লেখ্য, গোয়ায় আন্তর্জাতিক ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসব ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।