এসএসসি-জিডি পরীক্ষা: ভার্চুয়াল লাইভ ক্লাস ভি অ্যাপে

অগ্রণী টেলিকম অপারেটর ভি’র ভি অ্যাপে স্টাফ সিলেকশন কমিশনের জেনারেল ডিউটি (এসএসসি-জিডি) পরীক্ষার প্রস্তুতির সুযোগ দেওয়া হচ্ছে।

‘পরীক্ষা’র সঙ্গে হাত মিলিয়ে অগ্রণী টেলিকম অপারেটর ভি তাদের ভি অ্যাপের ‘ভি জবস অ্যান্ড এডুকেশন’ প্লাটফর্মে এসএসসি-জিডি পরীক্ষার প্রস্তুতির জন্য সিলেবাস অনুসারে স্টাডি মেটেরিয়াল ও ভার্চুয়াল লাইভ ক্লাসের সুযোগ দিচ্ছে আগ্রহী পরীক্ষার্থীদের জন্য। ন্যূনতম দশম মান উত্তীর্ণ ১৮ থেকে ২৩ বছর বয়সী পরীক্ষার্থীরা এসএসসি-জিডি পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবেন। পরীক্ষা নেওয়া হবে ১০ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। উল্লেখ্য, ভারত সরকারের বিভিন্ন দফতরে ২৪ হাজারেরও বেশি পদে নিয়োগের কথা ঘোষণা করেছে এসএসসি।

বছরে মাত্র ২৪৯ টাকার সাবস্ক্রিপশনের বিনিময়ে ‘ভি জবস অ্যান্ড এডুকেশন’ প্লাটফর্মে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের ১৫০টিরও বেশি বিভিন্ন চাকরির পরীক্ষার ‘প্রিপারেশন মেটেরিয়াল’ পাওয়া যায়। পরীক্ষাগুলির মধ্যে রয়েছে এসএসসি, ব্যাংকিং, টিচিং, ডিফেন্স, রেলওয়েজ ইত্যাদি। ভি অ্যাপের ‘ভি জবস অ্যান্ড এডুকেশন’ প্লাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির প্লাটফর্ম ‘পরীক্ষা’, জব সার্চ প্লাটফর্ম ‘আপনা’ ও ইংলিশ লার্নিং প্লাটফর্ম ‘এনগুরু’।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *