মোহিতনগরে সৃজনীর লাইভলিহুড হাবের উদ্বোধন স্টার সিমেন্টের

১৮ডিসেম্বর মোহিতনগর এলাকায় সৃজনীর লাইভলিহুড হাবের উদ্বোধন করল স্টার সিমেন্ট। এই হাবের উদ্দেশ্য হল জীবিকা ও দক্ষতা উন্নয়নের অধীনে বিভিন্ন কর্পোরেট সোশাল রেসপনসিবিলিটির উদ্যোগ সম্পর্কে তথ্য প্রচার করা। সৃজনীর লক্ষ্য হল এই হাবের মাধ্যমে বেকারি উৎপাদন ইউনিট, আগরবাতি উৎপাদন, বায়োফ্লোক ফার্মিং এবং হ্যান্ডি-কারুশিল্প প্রকল্প ইত্যাদি বাস্তবায়নের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে ২০০ জন যুবকের কর্মসংস্থান তৈরি করা।

 লাইভলিহুড হাবের মধ্যে কাজের প্রশিক্ষণ দেওয়া এবং সমস্ত প্রশিক্ষণার্থীকে তাদের সামঞ্জস্যপূর্ণ আয় উপার্জনের সুযোগ দেওয়া হবে যার জন্য মূলধন এবং পুনরাবৃত্ত খরচ স্টার সিমেন্ট বহন করবে।সৃজনীর এই লাইভলিহুড হাবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএমসি জেলা সভাপতি মহুয়াগোপ, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের যুগ্ম সভাপতি খগেশ্বর রায় প্রমুখ।

স্টার সিমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রদীপ পুরোহিত, উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রধান অতিথিসহ সকল আমন্ত্রিতদের ধন্যবাদ জানিয়ে বলেন, স্টার সিমেন্ট সর্বদা মোহিতনগর এলাকার সকল সম্প্রদায়ের সদস্য, সুবিধাভোগী, প্রশিক্ষণার্থী, এসএইচজি গ্রুপের জীবিকা নির্বাহের উদ্যোগকে সফল করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *