সুপ্রাডিন-এর সমীক্ষার ফল

মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট ব্র্যান্ড সুপ্রাডিন তাদের সাম্প্রতিক দেশব্যাপী সমীক্ষার ফল প্রকাশ করেছে। তাদের সমীক্ষায় প্রাত্যহিক ভারতীয় খাদ্য তালিকায় পুষ্টির বিষয়টিকে গুরুত্ত্ব দেওয়া হয়েছিল। ‘ন্যাশনাল নিউট্রিশন উইক’ উপলক্ষে ‘সুপ্রাডিন নিউট্রিশন সার্ভে’ প্রকাশ করা হয়েছে। রিপোর্ট থেকে জানা যাচ্ছে, শহর এলাকার ৮৫ শতাংশ চিকিৎসক ও নিউট্রিশনিস্ট বিশ্বাস করেন, দৈনিক ভারতীয় খাদ্যাভ্যাস থেকে মানুষের ৭০ শতাংশ বা তারও কম পুষ্টির চাহিদা পূরণ হয়।

বেয়ার কনজিউমার হেলথ ডিভিশনের সুপ্রাডিনের তরফে খাদ্যে মাইক্রোনিউট্রিয়েন্টের পর্যাপ্ত পরিমাণের বিষয়ে সমীক্ষাটি চালানো হয়েছিল দেশের চারটি অঞ্চলের প্রধান রাজ্যগুলির ২২০ জন চিকিৎসক ও নিউট্রিশনিস্টকে নিয়ে। ফলাফল থেকে জানা যাচ্ছে, মানুষের শরীরের পক্ষে প্রয়োজনীয় নিউট্রিশনের ঘাটতি খুবই উদ্বেগজনক। গবেষণায় প্রকাশ পেয়েছে, দেশের সর্বত্র দৈনিক খাদ্যে সবথেকে কম থাকছে ভিটামিন বি১২ ও ডি৩। ঘাটতিতে এরপরের স্থানে রয়েছে জিংক, আয়রন, ক্যালসিয়াম, ফোলিক অ্যাসিড ও ভিটামিন সি। সমীক্ষা থেকে আরও জানা গেছে, ৭৩ শতাংশ চিকিৎসক ও নিউট্রিশনিস্ট মনে করেন, প্রতিদিন মাল্টিভিটামিন-মাল্টিমিনারেল সাপ্লিমেন্ট গ্রহণের দ্বারা এই ঘাটতি পূরণ করা সম্ভব। উল্লেখ্য, গবেষণায় অংশগ্রহণকারী ২০৬ জন চিকিৎসকের মধ্যে ১৮৯ জন জেনারেল প্র্যাক্টিশনার, যাদের ৭১ শতাংশ এমমিবিএস ও ২৯ শতাংশ এমডি। বাকি ১৭ জন হলেন ইএনটি ফিজিশিয়ান বা সার্জেন।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *