আত্মহত্যা নয়, খুন করা হয়েছিল সুশান্তকে

বছর ঘুরলেও এখনো পর্যন্ত সমাধান হয় তার মৃত্যু ঘটনার। আত্মহত্যা নয়৷ খুন করা হয়েছিল সুশান্ত সিং রাজপুতকে! অভিনেতার মৃত্যুর দু’বছর পর এমনই চাঞ্চল্যকর দাবি করলেন কুপার হাসপাতালের মর্গের এক কর্মী। প্রসঙ্গত, মুম্বইয়ের ওই হাসপাতালেই ময়নাতদন্ত হয়েছিল অভিনেতার। রূপকুমার শাহ নামে ওই মর্গ কর্মীর দাবি, সুশান্তের শরীরে এবং গলায় একাধিক ক্ষতচিহ্ন ছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সে কথা তিনি জানিয়েওছিলেন৷ কিন্তু কর্তৃপক্ষ তাঁকে ‘নীতি’ মেনে কাজের নির্দেশ দেন বলেই দাবি।

শাহ আরও বলেন, ‘‘সুশান্ত সিং রাজপুত যেদিন মারা গিয়েছিলেন, ওই দিন কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য মোট পাঁচটি দেহ এসেছিল। পাঁচটির মধ্যে একটি দেহ ছিল ভিআইপির। ময়নাতদন্তের কাজ শুরু করার পর জানতে পারি ওই দেহটি সুশান্ত সিং রাজপুতের। তাঁর গলায় দু’ থেকে তিনটি এবং শরীরে একাধিক এবং দাগ ছিল। ওই দিন সুশান্তের ময়নাতদন্তের ভিডিয়ো রেকর্ড করার দরকার ছিল। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শুধুমাত্র তাঁর দেহের ছবি তুলতে বলেন। তাঁদের নির্দেশ মেনেই শুধুমাত্র ছবি তুলেছিলাম।’’

শাহের কথায়, ‘‘সুশান্তের দেহ প্রথম বার দেখার পরই সিনিয়রদের বলেছিলাম, আমার মনে হয় এটা আত্মহত্যার ঘটনা নয়। খুন হয়েছেন সুশান্ত। যদিও সিনিয়াররা আমাকে দ্রুত তাঁর ছবি তুলে পুলিশের হাতে দেহ দিয়ে দিতে বলেন। ঘটনার দিন রাতেই আমরা সুশান্তের দেহের ময়নাতদন্ত করেছিলাম।’’ ২০২০ সালের জুন মাসে মুম্বইয়ের আবাসন থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ৷

By Priyanka Bhowmick

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *