হারপিকের মিশন পানি অভিযান

বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে মাননীয় জলশক্তি বিষয়ক মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের উপস্থিতিতে হারপিকের উদ্যোগে লঞ্চ হল মিশন পানি অভিযান। বলাবাহুল্য, ভারতে স্যানিটেশনের উপরে হারপিকের এটি প্রথম প্রচার অভিযান। যার ট্যাগ লাইন হল ‘স্যানিটেশন ফর অল প্লেজ অ্যান্ড প্রিম্বল: ক্লিন ওয়াটার, সাসটেইনেবল স্যানিটেশন’।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গীতিকার কাউসার মুনির, ক্রিকেটার স্মৃতি মন্ধনা, টেবিল টেনিস প্লেয়ার(প্যারা অ্যাথলিট) ভাবিনা প্যাটেল, বক্সার লভলিনা বোরগোহাইন ও হকি প্লেয়ার  সবিতা পুনিয়া।

স্বচ্ছ ভারত মিশন এবং জাতিসংঘের সাথে সামঞ্জস্য রেখে কাজ করতে চায় হারপিক। তাই মিশন পানি সচেতনতা প্রচার অভিযানের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশনের ব্যাপারে জনগনকে অবগত করতে প্রতিশ্রুতিবদ্ধ হারপিক। উল্লেখ্য, এই অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশনের জন্য ভারতের প্রথম পদক্ষেপ হল একটি অন্তর্ভুক্তিমূলক ইকোসিস্টেমে সম্মিলিত প্রচার। যা একটি স্বাস্থ্যকর পৃথিবী তৈরি  করার  প্রয়োজনীয়তাকে শক্তিশালী করে তোলে।

রেকিট,দক্ষিণ এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গৌরব জৈন বলেন, একটি সুস্থ জাতির জন্য নিরাপদ টয়লেট ও জল বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নিরাপদ স্যানিটেশনের জন্য ভারতের প্রথম প্রস্তাবনা বিশেষ গুরুত্বপূর্ণ।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *