সুইগি পোর্ট ব্লেয়ারে খাদ্য বিতরণ পরিষেবা চালু করেছে

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে লাইভ ফুড ডেলিভারি সার্ভিস চালু করেছে সুইগি। এটি হল  ভারতের শীর্ষস্থানীয় অন-ডিমান্ড অন ডিমান্ড ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম।

দেশব্যাপী কয়েক লক্ষ গ্রাহদের পরিষেবা দেওয়ার পর সুইগি এবার নেতৃস্থানীয় রেস্তোরাঁগুলির সাথে পার্টনারশিপ করেছে এবং পোর্ট ব্লেয়ারে তার প্রথম অপারেশনের জন্য ডেলিভারি এক্সিকিউটিভদের নিয়োগ করেছে৷ এই উদ্যোগের মাধ্যমে সুইগি কেন্দ্রশাসিত অঞ্চল পোর্ট ব্লেয়ারে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে স্থানীয় কর্মসংস্থান তৈরি করছে। 

উল্লেখ্য, পোর্ট ব্লেয়ারে স্থানীয় এবং পর্যটকদের জন্য সুইগি শহরের ৫০ টিরও বেশি রেস্তোরাঁ থেকে তাঁদের পচ্ছন্দের খাবার দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। এই খাবারের মধ্যে রয়েছে ভারতীয়, কন্টিনেন্টাল, চাইনিজ, ইতালীয়, থাই, বিভিন্ন ধরনের বিরিয়ানি ও মিষ্টান্ন। সুইগির ফুড মার্কেটপ্লেসের ভিপি সিদ্ধার্থ ভাকু বলেন, পোর্ট ব্লেয়ারে আমরা স্থানীয় যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পেরে গর্বিত।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *