টেফ-এর দেশব্যাপী ট্রাক্টর সার্ভিস ক্যাম্পেন

দেশজুড়ে মেগা ট্রাক্টর সার্ভিস ক্যাম্পেন ‘ম্যাসি সার্ভিস উৎসব’ আরম্ভ করল ট্রাক্টর্স অ্যান্ড ফার্ম ইকুইপমেন্ট লিমিটেড (টেফ)।উৎসবের মরশুমে এই উদ্যোগের মাধ্যমে ১০ লক্ষেরও বেশি গ্রাহকের কাছে পৌঁছানো যাবে বলে আশা করছে টেফ (TAFE)। ‘ম্যাসি সার্ভিস উৎসব’-এর উদ্দেশ্য তিন সহস্রাধিক ‘হাইলি স্কিল্ড’ ও ‘ওয়েল ট্রেইন্ড’ মেকানিকের তত্ত্বাবধানে ১৫০০টিরও বেশি অথরাইজড ওয়ার্কশপের মাধ্যমে কৃষকদের ট্রাক্টর রক্ষণাবেক্ষণ ও সার্ভিসের ব্যয় হ্রাস করা।

ম্যাসি সার্ভিস উৎসব উপলক্ষে পুরনো ট্রাক্টর এক্সচেঞ্জ করা ও নতুন ম্যাসি ফার্গুসন ট্রাক্টর বুকিং করা যাবে। টেফ-এর ম্যাসি সার্ভিস উৎসবের সময়ে প্রত্যেক ট্রাক্টর মালিক আকর্ষণীয় অফার ও ডিসকাউন্টের সুযোগ পাবেন। গ্রাহকরা টেলি-কল, এসএমএস, হোয়াটসঅ্যাপ ও সোস্যাল মিডিয়া প্লাটফর্মের মাধ্যমে অথরাইজড ডিলারদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দূরবর্তী এলাকার গ্রাহকদের জন্য গ্রামীণ সেবা শিবিরের ব্যবস্থাও করেছে টেফ।  

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *