24
Mar
ইএমএফ রেডিয়েশন বিষয়ে একটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন হয়েছিল গত ৯ মার্চ। করিমগঞ্জে ওই কর্মশালার আয়োজক ছিল টেলিকমিউনিকেশন বিভাগের (ডিওটি) আসাম লাইসেন্স সার্ভিস এরিয়া (এলএসএ)। ওই কর্মশালার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে ইএমএফ রেডিয়েশন সংক্রান্ত ভিত্তিহীন ভুল ধারণা ও ভীতি দূর করা। কর্মশালায় বক্তারা জানান, মোবাইল টাওয়ারের ইএমএফ রেডিয়েশন নিয়ে মানুষের উদ্বেগের কারণ নেই। এথেকে স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাবের আশঙ্কা নেই। সরকারি আধিকারিক, সাধারণ নাগরিক, শিক্ষার্থী, চিকিৎসক, টেলিকম সার্ভিস প্রোভাইডার ও অন্যান্য আধিকারিকগণের উপস্থিতিতে ভার্চুয়াল মোডে অনুষ্ঠিত ওই কর্মশালায় বক্তা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন অমিত মিশ্র (সিনিয়র ডিডিজি, ডিওটি, আসাম এলএসএ), এস কে গুপ্তা (ডিডিজি কমপ্লায়েন্স), ডাঃ জে জেনা…