30
Apr
কোভিড-বিরোধী যুদ্ধে দেশকে ১৫০ কোটি টাকা সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন ভারতের অগ্রণী মেটাল এবং তেল ও গ্যাস উৎপাদক সংস্থা বেদান্তর চেয়ারম্যান অনিল আগরওয়াল। বেদান্ত গ্রুপ কোভিড-১৯ সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে গতবছরও ২০১ কোটি টাকা সহায়তা দিয়েছিল। এবার, বেদান্ত লিমিটেড দেশের ১০টি শহরে অতিরিক্ত ১০০০টি ক্রিটিক্যাল কেয়ার বেডের ব্যবস্থা করবে। প্রতিটি স্থানে এয়ার-কন্ডিশন্ড টেন্টে ১০০টি বেড থাকবে। সেখানে কোভিড চিকিৎসার যাবতীয় ব্যবস্থা রাখা হবে। রাজস্থান, ওড়িশা, ছত্তিশগঢ়, ঝাড়খন্ড, গোয়া, কর্ণাটক ও দিল্লি এনসিআর এলাকায় ক্রিটিক্যাল কেয়ার বেডগুলি চালু করা হবে। বর্তমানে বেদান্ত কোভিড রোগীদের জন্য ৭০০টি বেডের সহায়তা প্রদান করে চলেছে তাদের বিভিন্ন বিজনেস লোকেশনে। এগুলির সংখ্যা বাড়িয়ে খুব শীঘ্রই ১০০০…