24
Mar
জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জিকা) অর্থানুকূল্যে নর্থ ইস্ট রোড নেটওয়ার্ক কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রোজেক্ট ফেজ ৪-এর অধীনে ত্রিপুরায় কৈলাশহর থেকে খোয়াই পর্যন্ত ৮০ কিলোমিটার দীর্ঘ এনএইচ২০৮ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন হল। ভিত্তিপ্রস্তর স্থাপনের ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ত্রিপুরার রাজ্যপাল রমেশ বৈস সর্বানন্দ। জিকা ইন্ডিয়ার চিফ রিপ্রেজেন্টেটিভ কাৎসুয়ো মাৎসুমোতো জানান, এই সড়ক নির্মাণ শুধু উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি করবে তা-ই নয়, ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত-সংযোগ বৃদ্ধিতেও সহায়ক হবে। ২০০৮ সাল থেকে জাপান তাদের ফান্ডিং এজেন্সি জিকা’র মাধ্যমে উত্তরপূর্বাঞ্চলের উন্নয়নের জন্য কনসেশনাল ওডিএ লোন হিসেবে ২৩১ বিলিয়ন জাপানিজ ইয়েন (প্রায় ১৫,৭৯৫ কোটি টাকা) প্রদান করেছে। জাতীয় সড়কগুলির…